বারাসত , 8 ডিসেম্বর : একদিকে কৃষকের কাঁধে লাঙল । অন্যদিকে, জাতীয় সড়কের উপর ট্রাক্টর রেখে বলদ দিয়ে হাল টেনে প্রতিবাদ । স্থানীয় চাষিদের সঙ্গে নিয়ে এভাবেই কেন্দ্রের কৃষি আইনের বিরোধিতা করলেন বাম ও কংগ্রেসের নেতা ও কর্মীরা । আজ ভারত বনধের আগে গতকাল বিকেলে বারাসতের ময়নায় প্রায় এক ঘণ্টা 34 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে । ফলে তীব্র যানজট সৃষ্টি হয় । কৃষি আইন বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কুশপুতুলও দাহ করেন বাম ও কংগ্রেস কর্মীরা ।
আরও পড়ুন , ডোমজুড় স্টেশনে লাঙল কাঁধে রেল অবরোধ, শানপুরে আটকানো হল লরি