কলকাতা, 14 জুন : ভোট পরবর্তী রাজনৈতিক হিংসায় উত্তপ্ত উত্তর 24 পরগনার সন্দেশখালিতে আজ আসছে জাতীয় তপশিলি জাতি (SC) কমিশনের প্রতিনিধি দল । কমিশনের চেয়ারম্যান রাম শংকর কাথেরিয়ার নেতৃত্বে পাঁচ সদস্যের টিম দুপুর 2টা নাগাদ সন্দেশখালিতে পৌঁছাবে । রাজনৈতিক হিংসায় মৃত 3 জনের পরিবারের সঙ্গে কথা বলবেন প্রতিনিধিরা । ফিরে গিয়ে সন্দেশখালি নিয়ে কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট দেবে জাতীয় SC কমিশন ।
মৃত BJP কর্মী প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং তৃণমূল কর্মী কায়ুম মোল্লার বাড়ি যাবে এই প্রতিনিধি দল । তারপর সন্দেশখালি এলাকায় সাধারণ মানুষের সঙ্গে কথা বলবে । সন্দেশখালিতে রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও রাজ্য পুলিশের DG-কে উপস্থিত থাকতে বলা হয়েছে । নবান্নে কমিশনের পক্ষ থেকে চিঠিও পাঠানো হয়েছে।