ঠাকুরনগর, 27 মার্চ : হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরনগর ঠাকুর বাড়ির মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরবাড়িতে শুভেচ্ছাবার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi Greetings To Motuya) । ঠাকুর বাড়ি সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে এই শুভেচ্ছা বার্তা এসে পৌঁছায় ঠাকুরবাড়িতে । অন্যদিকে আবার রাজ্য সরকারের পক্ষ থেকে 30 তারিখ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে । রাজ্য সরকারের এই উদ্যোগকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর যেমন সাধুবাদ জানিয়েছেন, তেমনি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাবার্তাকেও সাধুবাদ জানিয়েছেন মমতাবালা ঠাকুর । খুশি মতুয়া ভক্তরাও ।
মতুয়া মেলা উপলক্ষে মঙ্গলবার মতুয়াদের প্রধানমন্ত্রী ভার্চুয়ালি বার্তা দেবেন সেই কথা আগেই ঘোষণা করেছে প্রধানমন্ত্রী দফতর । তার মধ্যে গতকাল রাতে প্রধানমন্ত্রীর তরফ থেকে ঠাকুরবাড়িতে একটি শুভেচ্ছা বার্তাও পাঠানো হয় । প্রধানমন্ত্রীর সেই বার্তার কপি ইতিমধ্যে নিজের ফেসবুক পেজে শেয়ার করেছেন শান্তনু ঠাকুর । শুভেচ্ছা বার্তার কপিতে প্রধানমন্ত্রী লেখেন, শ্রী হরিচাঁদ ঠাকুরজির 211 তম জন্মবার্ষিকী সম্পর্কে জানতে পেরে আনন্দিত । ঠাকুরনগর ঠাকুরবাড়িতে 29 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ কর্তৃক মতুয়া ধর্ম মহামেলার আয়োজন প্রশংসনীয় ।