পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বসিরহাটে সীমান্তবর্তী এলাকায় বিডিও’র নেতৃত্বে নাকা চেকিং - সীমান্ত

ভোটের আগে বসিরহাটের সীমান্ত এলাকায় বিডিও-র নেতৃত্বে সব গাড়ি ও যাত্রীদের তল্লাশি চালাল পুলিশ প্রশাসন ৷ শান্তিপূর্ণ ও অবাধ নির্বাচন করাতেই এই তল্লাশি বলে জানান বিডিও ৷

Naka checking in the border area led by BDO in Basirhat north 24 pargana
বসিরহাটে বিডিও’র নেতৃত্বে নাকা চেকিং সীমান্তবর্তী এলাকায়

By

Published : Apr 3, 2021, 7:30 PM IST

বসিরহাট (উত্তর 24 পরগনা), 3 এপ্রিল : নির্বাচনের প্রাক্কালে ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে অপরাধমূলক কাজকর্ম আটকাতে সতর্ক পুলিশ প্রশাসন। সেই লক্ষ্যে তল্লাশি অভিযানের পাশাপাশি শুরু হয়েছে নাকা চেকিং। শনিবার খোদ বিডিও-র নেতৃত্বে নাকা চেকিং চালায় বসিরহাট থানার পুলিশ। সীমান্ত এলাকায় চলাচলকারী সব যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু দেখলেই জিজ্ঞাসাবাদও করা হয় পুলিশের তরফে।

আগামী 17 এপ্রিল উত্তর 24 পরগনা জেলায় পঞ্চম দফায় 16টি কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে বসিরহাট মহকুমার 7টি বিধানসভার ভোট হবে সেই দিন। এই সাতটি বিধানসভা কেন্দ্রের অধিকাংশই সীমান্ত ঘেঁষা। যার ফলে নির্বাচন কমিশনের নির্দেশে বাড়তি নজরদারি শুরু হয়েছে সীমান্তবর্তী এলাকায়। পাশাপাশি বাড়ানো হল নাকা চেকিং। সেই চেকিংয়ে ছোট-বড় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাতে অপরাধমূলক কাজকর্ম আটকে শান্তিপূর্ণ ও অবাধ ভোট করাতে পারে নির্বাচন কমিশন । সেই লক্ষ্যে এদিন দুপুরে ঘোজাডাঙা সীমান্তের ঢেমঢেমি মোড়ে নাকা চেকিং চলে পুলিশের তরফে। এই কাজে নামেন খোদ বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও জীবন চক্রবর্তী। পুলিশকে সঙ্গে নিয়ে সীমান্তে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান তিনি ৷ নথিপত্র যাচাই করার পরই ছাড় মেলে ছোট-বড় গাড়ির ।

বসিরহাটে বিডিও’র নেতৃত্বে নাকা চেকিং সীমান্তবর্তী এলাকায়

আরও পড়ুন : দুর্গাপুরের সীমান্তবর্তী এলাকায় শুরু নাকা চেকিং

এই বিষয়ে বিডিও জীবন চক্রবর্তী জানান, বসিরহাট দক্ষিণ বিধানসভার এসএসটি-র তরফে এদিন নাকা চেকিং চালানো হয়েছে। সীমান্তের ঢেমঢেমি মোড়ে ছোট-বড় সমস্ত যানবাহন থামিয়ে তল্লাশি অভিযান চলে। তবে, এদিনের তল্লাশিতে সন্দেহজনক কিছু মেলেনি বলেই প্রশাসন সূত্রে খবর। বসিরহাটের সীমান্ত এলাকায় এই ধরণের নাকা চেকিং আগামীদিনেও চলবে বলে জানা গিয়েছে।

ABOUT THE AUTHOR

...view details