বসিরহাট (উত্তর 24 পরগনা), 3 এপ্রিল : নির্বাচনের প্রাক্কালে ভারত-বাংলাদেশের ঘোজাডাঙা সীমান্তে অপরাধমূলক কাজকর্ম আটকাতে সতর্ক পুলিশ প্রশাসন। সেই লক্ষ্যে তল্লাশি অভিযানের পাশাপাশি শুরু হয়েছে নাকা চেকিং। শনিবার খোদ বিডিও-র নেতৃত্বে নাকা চেকিং চালায় বসিরহাট থানার পুলিশ। সীমান্ত এলাকায় চলাচলকারী সব যানবাহনে তল্লাশি চালানো হয়। সন্দেহজনক কিছু দেখলেই জিজ্ঞাসাবাদও করা হয় পুলিশের তরফে।
আগামী 17 এপ্রিল উত্তর 24 পরগনা জেলায় পঞ্চম দফায় 16টি কেন্দ্রে ভোটগ্রহণ। এর মধ্যে বসিরহাট মহকুমার 7টি বিধানসভার ভোট হবে সেই দিন। এই সাতটি বিধানসভা কেন্দ্রের অধিকাংশই সীমান্ত ঘেঁষা। যার ফলে নির্বাচন কমিশনের নির্দেশে বাড়তি নজরদারি শুরু হয়েছে সীমান্তবর্তী এলাকায়। পাশাপাশি বাড়ানো হল নাকা চেকিং। সেই চেকিংয়ে ছোট-বড় বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যাতে অপরাধমূলক কাজকর্ম আটকে শান্তিপূর্ণ ও অবাধ ভোট করাতে পারে নির্বাচন কমিশন । সেই লক্ষ্যে এদিন দুপুরে ঘোজাডাঙা সীমান্তের ঢেমঢেমি মোড়ে নাকা চেকিং চলে পুলিশের তরফে। এই কাজে নামেন খোদ বসিরহাট এক নম্বর ব্লকের বিডিও জীবন চক্রবর্তী। পুলিশকে সঙ্গে নিয়ে সীমান্তে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালান তিনি ৷ নথিপত্র যাচাই করার পরই ছাড় মেলে ছোট-বড় গাড়ির ।