নৈহাটি, 10 ফেব্রুয়ারি : পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে তৈরি BJP-র দলীয় কার্যালয় ভেঙে দিল নৈহাটি পৌরসভা ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা তৈরি হয় ৷ ঘটনাস্থানে পুলিশ ও RAF মোতায়েন রয়েছে ৷
BJP-র কার্যালয় ভাঙল পৌরসভা, উত্তেজনা নৈহাটিতে - North 24 paragana
BJP-র বিরুদ্ধে অভিযোগ, যুবকদের কর্মসংস্থানের নাম করে একটি ক্লাব তৈরি করা হয় ৷ কিন্তু কর্মসংস্থান তো দূর, বরং পূর্ত দপ্তরের জমির উপর তৈরি ক্লাবটিকে বেআইনিভাবে BJP দলীয় কার্যালয়ে পরিণত করে বলে অভিযোগ ৷ স্থানীয় মানুষের অভিযোগের ভিত্তিতে নৈহাটি পৌরসভা কার্যালয়টি ভেঙে ফেলে ৷
নৈহাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের গোয়ালা ফটকে BJP-র একটি দলীয় কার্যালয় ভেঙে ফেলায় উত্তেজনা ছড়াল ৷ আজ নৈহাটি পৌরসভার পক্ষ থেকে সেটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় ৷ পৌরসভার পৌর পারিষদ সনৎ দে বলেন, ‘‘পূর্ত দপ্তরের জমিতে বেআইনিভাবে দলের নামে BJP কার্যালয় তৈরি করেছিল ৷ সেখান থেকে বিভিন্ন অসামাজিক কাজও চলছিল ৷ এছাড়া ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে BJP জয়লাভের পর থেকে স্থানীয় ছেলেদের চাকরির লোভ দেখিয়ে দলে টেনে আনছিল ৷ কিন্তু আট মাস কেটে গেলেও কেউ চাকরি পায়নি ৷ তারাই আজ পৌরসভায় অভিযোগ জানায় ৷ তারপর পৌরসভার পক্ষ থেকে এই পদক্ষেপ গ্রহণ করা হয় ৷’’ তিনি আরও জানান, দলীয় কার্যালয়ের পাশে একটি ভ্যাট থাকায় সেখানে ময়লাও ফেলাতেও অসুবিধা হচ্ছিল ৷ BJP-র অফিস ভেঙে ফেলায় এবার অনেকটাই সুবিধা হবে বলে জানান তিনি ৷
অন্যদিকে BJP-র পক্ষ থেকে নৈহাটি পৌরসভার 8 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর গণেশ দাস জানান, তাঁদের দলীয় কার্যালয় দখল করতে না পেরে পরিকল্পিতভাবে তৃণমূল পরিচালিত পৌরসভা এটা করেছে ৷ এই বিষয়ে নৈহাটি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে BJP-র পক্ষ থেকে ৷ এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায় ৷ ঘটনাস্থলে RAF মোতায়েন রয়েছে ৷