পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জনতা কারফিউতে কার্যত বন্ধ উত্তর 24 পরগনা - কোরোনা ভাইরাস

জনতা কারফিউতে সুনসান উত্তর 24 পরগনার বিভিন্ন শহর । রাস্তা ফাঁকা বনগাঁ, বসিরহাট ও ব্যারাকপুরসহ অধিকাংশ স্থানেই ।

Janata Curfew
Janata Curfew

By

Published : Mar 22, 2020, 2:45 PM IST

বারাসত, 22 মার্চ : জনতা কারফিউতে সুনসান বনগাঁ, বসিরহাট ও ব্যারাকপুর-সহ উত্তর 24 পরগনার বিভিন্ন এলাকা । একই ছবি জেলা সদর বারাসতেও । কোরোনার সংক্রমণ মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানে রবিবার সকাল সাতটা থেকে দেশজুড়ে চলছে জনতা কারফিউ ।

সকাল থেকেই জেলা সদর বারাসতে বন্ধ সমস্ত বাজার দোকান । শহরের প্রাণকেন্দ্র চাঁপাডালি মোড় ছিল সুনসান । কোনও দোকানই খোলা ছিল না । টাকি রোড ও 35 নম্বর জাতীয় সড়কে যানবাহন ছিল না বললেই চলে । দু'একটি বাস দেখা গেলেও যাত্রী ছিল না ।

একই ছবি বারাসত কলোনি মোড় ও হেলা বটতলায় । 34 নম্বর জাতীয় সড়কে যানবাহন দেখা যায়নি বললেই চলে ।

ফাঁকা ছিল বারাসত রেলস্টেশনও । তবে জেলা হাসপাতালের সামনে ওষুধের দোকানগুলি খোলা ছিল । বারাসতের প্রশাসনিক অফিস, ময়নায় পুলিশ সুপারের অফিস চত্বরও ছিল কার্যত জনহীন ।

সুনসান রাস্তাঘাট

প্রায় একই ছবি দেখা গিয়েছে বনগাঁ শহরেও । বনগাঁ রেল স্টেশন, বাটা মোড়, ত্রিকোণ পার্ক, মতিগঞ্জ ও থানা চত্বর ছিল ফাঁকা । রাস্তায় মানুষজনও তেমন দেখা যায়নি । বসিরহাট ও ব্যারাকপুরেও এদিন কোনও দোকান বাজার খোলেনি । রাস্তায় যানবাহনও তেমন দেখা যায়নি । জনতা কারফিউতে জেলার অন্যান্য শহর হাবড়া, অশোকনগর, বাদুড়িয়া, মধ্যমগ্রাম, ভাটপাড়া, নৈহাটি, বীজপুর, কাঁচরাপাড়াতেও দেখা যায় একই ছবি ।

ABOUT THE AUTHOR

...view details