ব্যারাকপুর, 8 মে: তরুণীর ঝলসানো দেহ মিলল বান্ধবীর বাড়ি থেকে (mysterious death of young lady in barrackpore)। মৃতার নাম চর্চিতা বন্দ্যোপাধ্যায় (20) । রবিবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুরে । মৃতার পরিবারের দাবি, চর্চিতার সঙ্গে নবনীতা দাস নামে ওই বান্ধবীর প্রেমের সম্পর্ক ছিল । দু'জনেই পরস্পরকে ভালবাসত ।
কিন্তু সম্প্রতি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন নবনীতা । যা মেনে নিতে পারেনি চর্চিতা । সেকারণেই শনিবার রাতে নবনীতাকে বোঝাতে তার বাড়ি যায় চর্চিতা ৷ কিন্তু সেখানেই আগুনে পুড়ে মৃত্যু হয় তাঁর ৷ মৃতার পরিবারের দাবি চর্চিতাকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে ৷ যদিও নবনীতার পরিবারের দাবি, চর্চিতা আত্মহত্যা করেছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খুন না আত্মহত্যা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷
মৃত তরুণীর বাড়ি ব্যারাকপুরের পঞ্চাননতলার আদর্শপল্লীতে । তিনি স্থানীয় একটি পার্লারে বিউটিশিয়ানের কোর্স করছিলেন । বছর দুয়েক আগে সোশ্যাল মিডিয়ার সূত্র ধরে চর্চিতার সঙ্গে পরিচয় হয় ইছাপুরের বাসিন্দা উচ্চমাধ্যমিক পড়ুয়া নবনীতা দাসের । সেই পরিচয় গাঢ় হয় বন্ধুত্বের সম্পর্কে । সম্পর্ক ক্রমে গভীর হয়ে ওঠে ৷ কিন্তু সেই সম্পর্কেই মনোমালিন্য তৈরি হয়েছিল সম্প্রতি । চর্চিতার সঙ্গে দেখা করতে ও কথা বলতে আপত্তি জানায় নবনীতা ৷ চর্চিতার পরিবারের দাবি, নবনীতাকে ভালবাসত চর্চিতা ৷ তাই এই বিচ্ছেদে সে মানসিকভাবে ভেঙে পড়ে ৷ শনিবার রাতে নবনীতার বাড়ি যায় চর্চিতা ৷ অভিযোগ, সেখানে গিয়ে আর বাড়িতে ফেরেননি চর্চিতা । পরে পরিবারের লোকজন খবর পান, তাঁর অগ্নিদগ্ধ দেহ উদ্ধার হয়েছে নবনীতার বাড়ি থেকে ।