বাগদহ, 29 জুন : গৃহবধূকে আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে । মৃতার নাম রেণু কুমারী (27) । তাঁর বাপের বাড়ির অভিযোগের ভিত্তিতে পুলিশ গৃহবধুর স্বামী ও দেওরকে গ্রেপ্তার করেছে বাগদা থানার পুলিশ ।
যুবতিকে পুড়িয়ে খুন, গ্রেপ্তার স্বামী ও দেওর - উত্তর 24 পরগনার খবর
গত মঙ্গলবার শ্বশুরবাড়িতেই অগ্নিদগ্ধ অবস্থায় রেণু কুমারীকে উদ্ধার করে প্রতিবেশীরা বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার রাতে রেণুর মৃত্যু হয় ।
পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম কমল রায় ও অমল রায় । বাগদহর আষাঢ়ু গ্রাম পঞ্চায়েতের মালিপোঁতা গ্রামের সবজি বিক্রেতা কমল রায় । তিনি বেশ কয়েক বছর আগে রাজস্থানে গিয়ে শাড়ির ব্যাবসা করতেন । 2012 সালে রাজস্থানের আজমির জেলার বাসিন্দা রেণু কুমারীকে কমল বিয়ে করে নিজের গ্রামে নিয়ে আসেন । গত মঙ্গলবার শ্বশুরবাড়িতেই অগ্নিদগ্ধ অবস্থায় রেণু কুমারীকে উদ্ধার করে প্রতিবেশীরা বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যান । সেখান থেকে তাঁকে কলকাতার RG কর হাসপাতালে স্থানান্তরিত করা হয় । তিন দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে গত শনিবার রাতে রেণুর মৃত্যু হয় ।
পুলিশ জানিয়েছে, রেণুর বাপের বাড়ির পক্ষ থেকে তাঁর দাদা সুরেশ চানদেল ইমেলের মাধ্যমে বোনকে ষড়যন্ত্র করে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ দায়ের করেছেন । সেই অভিযোগের ভিত্তিতে গতকাল মৃতার স্বামী কমল রায় ও দেওর অমল রায়কে গ্রেপ্তার করে তদন্তে নেমেছে পুলিশ ।