পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভাটপাড়ায় খুন দুষ্কৃতী, পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মৃতের পরিবারের - পুলিশের বিরুদ্ধে অভিযোগ মৃতের পরিবারের

গতকাল ভাটপাড়া থানার পাশে পৌরসভার বিপরীতে রাত 11টা নাগাদ 2 জন দুষ্কৃতী বাইকে করে আসে ৷ তারা রাজাকে গুলি করে খুন করে বলে পরিবারের অভিযোগ ।

murder of a goon at Bhatpara
murder of a goon at Bhatpara

By

Published : Apr 23, 2021, 1:48 PM IST

Updated : Apr 23, 2021, 2:44 PM IST

ভাটপাড়া, 23 এপ্রিল : ভাটপাড়ায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু দুষ্কৃতীর । তদন্তে নেমেছে পুলিশ ৷ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ মৃতের পরিবারের ৷

আরও পড়ুন:কালিয়াচকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

মৃত রাজা চৌধুরী (20) এলাকায় দুষ্কৃতী হিসেবে পরিচিত ৷ অসামাজিক কাজে তাঁর নামে ভাটপাড়া ও জগদ্দল থানায় মামলায় রয়েছে । তবে বর্তমানে জামিনে মুক্ত ছিল সে ৷ গতকাল ভাটপাড়া থানার পাশে পৌরসভার বিপরীতে রাত 11টা নাগাদ 2 জন দুষ্কৃতী বাইকে করে আসে ৷ তারা রাজাকে গুলি করে খুন করে বলে পরিবারের অভিযোগ । খুব কাছ থেকে মাথায় গুলি করা হয় । বাইকে করে দ্রুত পালিয়েও যায় দুষ্কৃতীরা । পরিবারের দাবি রাজা চৌধুরী দুষ্কৃতী না ৷ তাঁরা অভিযোগ করেন, পুলিশের কাছে দুষ্কৃতীদের নাম বলা হলেও কাউকে গ্রেফতার করা হয়নি । এই বিষয়ে থানায় জানাতে গেলে উল্টে পুলিশ লাঠিচার্জ করে ৷ পুলিশের লাঠির আঘাতে বেশ কয়েক জন মহিলা ও পুরুষ জখম হয়েছে বলেও অভিযোগ ।

ঘটনার তদন্তে নেমেছে ভাটপাড়ার থানার পুলিশ ৷ ঘটনাস্থলের সিসি টিভি ফুটেজ ক্ষতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Apr 23, 2021, 2:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details