ভাটপাড়া, 28 জুলাই : পুরকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনায় আবারও খবরের শিরোনামে উত্তর 24 পরগনার ভাটপাড়া এলাকা ৷ দেরিতে কাজে আসার প্রতিবাদ করায় পুরকর্মীর হাতে আক্রান্ত হলেন অন্য এক পুরকর্মী । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ভাটপাড়া পুরসভার 15 নম্বর ওয়ার্ডের ময়লাডিপো ওয়ার্কশপে । আক্রান্ত ওয়ার্কশপের কর্মী গোপাল চক্রবর্তীর বাড়ি ওই ওয়ার্ডের পূর্বাশাপাড়ায় । গোপাল বাবুর দাবি, গত 11 বছর ধরে তিনি ওয়ার্কশপে গাড়ি মেরামতির হেল্পারির কাজ করছেন । সম্প্রতি ওয়ার্কশপ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, সকাল সাতটার পর কাজে এলে হাজিরা কাটার । এদিন সাতটার পর কাজে যোগ দেন দীপক সিং নামে এক কর্মী । তখন গোপাল-সহ অনেকেই প্রতিবাদ জানান । এরপরই গোপালবাবুর উপর চড়াও হন দীপক সিং ৷
গোপালবাবুর অভিযোগ, দীপক সিং আচমকা তাঁর উপর চড়াও হয়ে এলোপাথাড়ি মারধর শুরু করেন । ঘটনায় আহত হন গোপালবাবু ৷ তাঁকে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা । উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে জগদ্দল থানার পুলিশ । কর্তব্যরত অবস্থায় গোপালের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ ওয়ার্কশপের অন্য কর্মচারীরাও ।