ব্যারাকপুর, 21 এপ্রিল : "এ রাজ্যের ডিরেক্টর জেনেরাল থেকে শুরু করে মুখ্যসচিব কেউই নিরপেক্ষ নন । এমন কী রাজ্য সরকারও নিরপেক্ষ নয় । কারণ আমরা দেখেছি পুলিশের ডিরেক্টর জেনেরাল (DG) মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক করছেন । তৃণমূল সরকারের সম্পূর্ণ প্রশাসনটাই পক্ষপাতদুষ্ট ।" আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা বললেন BJP নেতা মুকুল রায় ।
রাজ্যের DG, মুখ্যসচিব কেউই নিরপেক্ষ নন : মুকুল - loksabha election
"তৃণমূল সরকারের সম্পূর্ণ প্রশাসনটাই পক্ষপাতদুষ্ট ।" অজয় নায়েকের বিরুদ্ধে তৃণমূলের পক্ষপাতদুষ্টের অভিযোগের পরিপ্রেক্ষিতে একথা বলেন BJP নেতা মুকুল রায় ।
গতকাল বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েক বলেন, "বিহারের থেকেও বাংলার অবস্থা খারাপ ।" এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকালই তাঁর বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ তুলে নির্বাচন কমিশনে চিঠি পাঠায় তৃণমূল । সেই বিষয়ে আজ মুকুলকে প্রশ্ন করা হলে এই মন্তব্য করেন তিনি ।
রাজ্যে সাত দফায় নির্বাচনের ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে দু'দফা। প্রথম দফায় বিক্ষিপ্ত অশান্তির পর দ্বিতীয় দফায় স্পেশাল পুলিশ অবজ়ারভার বিবেক দুবের পাশাপাশি স্পেশাল অবজ়ার হিসেবে নিয়োগ করা হয় অজয় নায়েককে । নির্বাচন সদনের নির্দেশেই 18 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দ্বিতীয় দফা নির্বাচনের দিনেই তিনি কাজে যোগ দেন । গতকাল অজয় নায়েক বলেন, "বাংলার অবস্থা বিহারের থেকেও খারাপ ।" এরপর গতকালই নির্বাচন কমিশনে এর বিরুদ্ধে চিঠি পাঠায় তৃণমূল । তারা অভিযোগ করে, BJP-র নির্দেশ পালন করছেন তিনি । তাই রাজ্যের বিশেষ পর্যবেক্ষক হিসেবে তাঁর নিয়োগের সিদ্ধান্তকেও বিবেচনা করার আর্জি জানায় তৃণমূল । প্রয়োজনে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ারও দাবি তোলা হয় ।
আজ অর্জুন সিংয়ের সমর্থনে ব্যারাকপুরে প্রচারে আসেন মুকুল রায় । সেখানে প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "এ রাজ্যের ডিরেক্টর জেনেরাল থেকে শুরু করে মুখ্যসচিব কেউই নিরপেক্ষ নন । এমন কী রাজ্যের সরকারও নিরপেক্ষ নয় । কারণ আমরা দেখেছি ডিরেক্টর জেনেরাল মুখ্যমন্ত্রীর সঙ্গে গোপন বৈঠক করছেন । তৃণমূল সরকারের সম্পূর্ণ প্রশাসনটাই নিরপেক্ষহীন । সেক্ষেত্রে আমরা কী করে ধরব যে নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ে নিরপেক্ষতা বজায় থাকবে ? কী করে নির্বাচন হবে এভাবে ? "