বারাসত, 14 মে : "বারাসতে জঙ্গলের রাজত্ব হয়ে রয়েছে ।" বারাসতে BJP নেতার বাড়িতে বৈঠক চলাকালীন হামলার ঘটনায় বারাসত থানায় এসে আজ একথা বলেন মুকুল রায় ।
গতকাল বারাসতে BJP-র জেলা সম্পাদকের বাড়িতে দলীয় বৈঠক চলাকালীন হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । বৈঠকে যোগ দিতে আসা BJP নেতা-কর্মীদের গাড়িতে ভাঙচুর চালানো হয় । বাড়িতেও ভাঙুচর করা হয় । এরপর খবর পেয়ে পুলিশ এসে উলটে BJP-র জেলা সম্পাদক এবং দলের বারাসত সাংগঠনিক জেলার সভাপতিকে থানায় নিয়ে যায় । খবর পেয়ে রাতেই থানায় আসেন BJP নেতা মুকুল রায় । তিনি থানার IC-র সাথে কথা বলেন ।
থানা থেকে বেরিয়ে তিনি সাংবাদিকদের মুখোমুখি হন । তাঁকে এবিষয়ে জিজ্ঞাসা করা হলে বলেন, "এটাই হল বাংলার রাজনৈতিক পরিস্থিতি । সারা ভারতবর্ষে নির্বাচন হচ্ছে । কোথাও কিছু হচ্ছে না । শুধু এখানে হচ্ছে । বাংলায় যে গণতন্ত্র নেই , এটা তার প্রকৃষ্ট প্রমাণ । BJP-র সর্বভারতীয় সাধারণ সম্পাদক অরবিন্দ মেননকে ঘিরে যে তাণ্ডব এখানে হল সেটা গণতন্ত্রের নামে প্রহসন । খবর পাওয়া মাত্র আমি SP-কে কয়েকবার ফোন করেছি । কিন্তু তিনি অসহায় । তাঁর হাত পা বাঁধা । IPS -এর একটা তকমা লাগিয়ে বসে আছেন । উনি পারলেন না মেননকে এখান থেকে বের করে দিতে ।"