পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'শাহি' সভার তদারকিতে মুকুল - Mukul Roy at Thakurnagar

আগামীকাল ঠাকুরনগরে অমিত শাহের জনসভা । আজ তাই সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন বিজেপি নেতা মুকুল রায় ।

mukul roy at thakurnagar
ঠাকুরনগরে মুকুল রায়

By

Published : Jan 29, 2021, 5:32 PM IST

Updated : Jan 29, 2021, 6:35 PM IST

ঠাকুরনগর, 29 জানুয়ারি : শনিবার ঠাকুরনগরে আসছেন অমিত শাহ । তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে ঠাকুরনগরে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ।

এদিন তিনি হেলিপ্যাড পরিদর্শন করেন । পরে ঠাকুরবাড়ির পাশের মাঠের সভাস্থলের প্রস্তুতি খতিয়ে দেখেন । নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেন । পরে তিনি সাংবাদিকদের বলেন, 'দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার আসছেন । প্রস্তুতি শেষ পর্যায়ে । আশা করছি, লক্ষাধিক মানুষের সমাবেশ হবে ।"

ঠাকুরনগরে মুকুল রায়

আরও পড়ুন : অমিত শাহ মানেই চমক, বলছেন দিলীপ

অমিত শাহের সভার আগে তৃণমূলের পতাকা ঝোলানো সম্পর্কে মুকুল রায় বলেন, "এই ধরনের কাজ আগে সিপিআইএম করত । এখন তৃণমূল করছে । আসলে অমিত শাহ ভালো কাজ করছেন । তৃণমূল সামনা সামনি তাঁকে অভ্যর্থনা জানাতে পারছেন না । তাই হয়ত পতাকা ঝুলিয়ে তাঁকে অভ্যর্থনা জানাচ্ছে ।"

Last Updated : Jan 29, 2021, 6:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details