হাবরা, 8 মার্চ : "বাংলার গর্ব মমতা" কর্মসূচিকে সুজন চক্রবর্তী থেকে শুরু করে মুকুল রায়-সহ একাধিক বিরোধী নেতারা সমালোচনা করছে । তাদের পালটা জবাব দিতে এগিয়ে এলেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক । তিনি বলেন, ''যাঁদের কথা বলছেন তাঁদের গায়ে গন্ধ আছে ৷" সততার লোকের কাছেই সততার কথাটা বলা যায় ৷ মুকুল বাবু তো একসময়ে আমাদের সঙ্গে ছিলেন । তাঁর গায়ে প্রচুর গন্ধ আছে৷ তাই আমি এবিষয়ে বেশি ঘাটতে চাই না৷"
গতকাল উত্তর 24 পরগনার হাবরার হিজলপুকুরে 'বাংলার গর্ব মমতা' কর্মসূচিতে যোগ দিতে আসেন জ্যোতিপ্রিয় মল্লিক । সেখানে বিরোধীদের "বাংলার গর্ব মমতা" কর্মসূচিকে সমালোচনা করার প্রসঙ্গটি ওঠে । তখনই জ্যোতিপ্রিয় বলেন, "যাঁদের কথা বলছেন তাঁদের গায়ে গন্ধ আছে ৷ সততার লোকের কাছেই সততার কথাটা বলা যায় ৷ মুকুল বাবু তো একসময়ে আমাদের সঙ্গে ছিলেন । তাঁর গায়ে প্রচুর গন্ধ আছে৷ তাই আমি এবিষয়ে বেশি ঘাটতে চাই না৷"