পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জগদ্দলে বিজেপির বুথ সভাপতিকে মার, আটকাতে গিয়ে মৃত্যু মায়ের

ভোটের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া, জগদ্দল সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু জায়গা । জগদ্দলে 171 নম্বর বুথের বিজেপি সভাপতি কমল মণ্ডলের বাড়িতে দুষ্কৃতী হানা ৷ বাধা দিতে গিয়ে মৃত্যু হল বৃদ্ধার ৷

জগদ্দলে বিজেপির বুথ সভাপতিকে মার
জগদ্দলে বিজেপির বুথ সভাপতিকে মার

By

Published : May 4, 2021, 7:11 AM IST

Updated : May 4, 2021, 8:09 AM IST

জগদ্দল , 4 মে : ভোট পরবর্তী হিংসা জগদ্দলে ৷ ছেলে ও পূত্রবধূকে মারধরের হাত থেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল এক বৃদ্ধার ৷ ঘটনাটি ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডের রাহুতা বিআরএস কলোনি এলাকার ৷ মৃতের নাম শোভারানি মণ্ডল (80) ৷

ভোটের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাটপাড়া জগদ্দল সহ ব্যারাকপুর শিল্পাঞ্চলের বহু জায়গা । রবিবার ভাটপাড়া পৌরসভার 28 নম্বর ওয়ার্ডে রাহুতা বিআরএস কলোনি এলাকায় জগদ্দলের 171 নম্বর বুথের বিজেপি বুথ সভাপতি কমল মণ্ডলের বাড়ি হঠাৎই একদল দুষ্কৃতী চড়াও হয় ৷ তাঁর বাড়িতে ঢুকে তাঁকে দেখতে না পেয়ে তাঁর স্ত্রীকে বেধড়ক মারধর করতে থাকে দুষ্কৃতীরা ৷ সেই সময় কমলবাবু ঘরের ভিতর থেকে বাইরে আসেন ৷ তাঁকেও মারধর করা হয় ৷ চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে কমলবাবুর মা শোভারানি মণ্ডল ছেলে ও বউমাকে বাঁচাতে আসেন ৷ সেই সময় মারধরে আঘাত লেগে মৃত্যু হয় ওই বৃদ্ধার ৷

জগদ্দলে বিজেপির বুথ সভাপতিকে মার, আটকাতে গিয়ে মৃত্যু মায়ের

গুরুতর আহত অবস্থায় ভাটপাড়া স্টেট জেনেরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে ৷ অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে পাঠানো হয় কল্যাণী হাসপাতালে ৷ সেখানেই মৃত্যু হয় 80 বছরের বৃদ্ধা শোভারানি মণ্ডলের ।

এই ঘটনায় উত্তেজনা ছড়ায় ৷ কমল মণ্ডলের অভিযোগ, তিনি বিজেপি করেন বলে তাঁর বাড়িতে হামলা চালানো হয় ৷

আরও পড়ুন :ফল প্রকাশের পর ফোন করেননি প্রধানমন্ত্রী, জানালেন মমতা

Last Updated : May 4, 2021, 8:09 AM IST

ABOUT THE AUTHOR

...view details