বাগদা, 30 এপ্রিল : বউকে বাড়ি ফেরাতে মাকে ধারাল অস্ত্র দিয়ে কুপিয় খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে । উত্তর 24 পরগনার বাগদা থানার ঘাটপাতিলা পারুইপাড়ার ঘটনা । মৃতের নাম সুমিত্রা বিশ্বাস । অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷
12 বছর আগে বিয়ে করেছিল জয়গোপাল । তার এক ছেলে ও মেয়ে রয়েছে । প্রায় প্রতিদিনই তাদের পরিবারে অশান্তি লেগে থাকত ৷ এর জেরে কয়েকদিন আগে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায় । সম্প্রতি স্ত্রীর সঙ্গে ফোনে কথা হয় জয়গোপালের । অভিযোগ, ফোনে স্ত্রী তাকে বলে, তার মা বেঁচে থাকতে সে আর কখনও বাড়ি ফিরবে না ৷ তারপরই নাকি নিজের মাকে খুনের পরিকল্পনা করে জয়গোপাল ৷
সেই মতো আজ সকালে সুমিত্রা বিশ্বাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে সে । চিৎকারে এলাকার বাসিন্দারা গিয়ে দেখেন, ধারাল অস্ত্র হাতে বসে আছে জয়গোপাল । তার পাশেই পড়ে রয়েছে সুমিত্রার নিথর দেহ । স্থানীয় বাসিন্দা পিন্টু বিশ্বাস বলেন, চিৎকার শুনে তাঁদের বাড়িতে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় সুমিত্রার দেহ পড়ে রয়েছে । কী হয়েছে জিজ্ঞাসা করতেই জয়গোপাল নাকি জানায়, "বউ ফোনে বলেছে মাকে মেরে ফেললে বাড়ি ফিরে আসবে । তাই, মাকে মেরে ফেললাম ।"
মৃতের আত্মীয় জগৎবন্ধু বিশ্বাসের অভিযোগ, "স্ত্রীকে বাড়ি ফেরাতে মাকে কুড়ুল দিয়ে খুন করেছে জয়গোপাল । স্ত্রী বাপের বাড়ি চলে যাওয়ার পর থেকে জয়গোপাল মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল ।" ধৃতকে বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে তার 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক ।