গাইঘাটা, 20 অক্টোবর: জনবহুল এলাকার মধ্যে একটি বাড়িতেই চলছিল হেরোইন তৈরির কারবার । গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দিয়ে বাড়ির মালকিন-সহ চারজনকে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ । পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম, কাকলি রায়, ডলি সরদার, অভিজিৎ বিশ্বাস ও তপন মণ্ডল । ওই বাড়ি থেকে 7 কিলো 800 গ্রাম হিরোইন উদ্ধার হয়েছে। যার বাজার মূল্য আনুমানিক 15 থেকে 16 কোটি টাকা । তদন্তকারীদের অনুমান বেশ কয়েক মাস ধরেই চলছিল এই হিরোইন তৈরির কারবার ।
সূত্রের খবর, গাইঘাটা থানার সুটিয়া গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর বাসিন্দা কাকলি রায় । সুটিয়া গোবরডাঙা রোডের গায়ে তাদের পুরনো বাড়ি । তার প্রায় 200 মিটার দূরে মাঠের মধ্যে বছর খানে আগে আরও একটি বাড়ি তৈরি করে । বৃহস্পতিবার সেই বাড়িতে হানা দেয় এসটিএফ । কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয় গোটা বাড়ি । বেশ কয়েক ঘণ্টা তল্লাশি চালিয়ে সেখান থেকে এই বিপুল পরিমাণ হেরোইন ও হিরোইন তৈরীর সরঞ্জাম উদ্ধার হয়েছে । স্থানীয়রা জানিয়েছে, কাকলি রায় বছর দুয়েক আগে এলাকায় ঘুরে ঘুরে জামা কাপড়ের ব্যবসা করত । বর্তমানে বাড়িতে তাদের জামা কাপড়ের দোকান রয়েছে । মূলত তার আড়ালেই চলত হিরোইনের কারবার । রাত-বেরাতে বাইরের থেকে লোক আসত এই বাড়িতে । তবে তারা কখনই বুঝতে পারেনি তাদের এলাকায় এই ধরনের কারবার চলছে ।