বারাসত, 2. অক্টোবর: সাইবার প্রতারণার শিকার হলের BSF-এর এক প্রাক্তন কর্মী । রামকৃষ্ণ চট্টোপাধ্যায় নামে ওই কর্মীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকা গায়েব হয়ে গিয়েছে বলে অভিযোগ । বিষয়টি ব্যাঙ্ক কর্তৃপক্ষকে জানানো হয়েছে । কিন্তু তারা কোনওরকম সহযোগিতা করেনি বলে অভিযোগ রামকৃষ্ণবাবুর । শেষে পুলিশের দ্বারস্থ হন তিনি । লিখিত অভিযোগ দায়ের হয় পুলিশের সাইবার সেলে ।
রামকৃষ্ণ চট্টোপাধ্যায়ের বাড়ি বারাসত শহর এলাকায় । সম্প্রতি তিনি ব্যাঙ্কে গেলে জানতে পারেন, তাঁর অ্যাকাউন্টে মাত্র 51 টাকা পড়ে রয়েছে । অথচ গত মাসের শেষের দিকে পেনশনের টাকা জমা পড়েছিল তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে । অ্যাকাউন্টে সব মিলিয়ে লক্ষাধিক টাকা ছিল । কীভাবে তিনি প্রতারণার শিকার হলেন তা বুঝে উঠতে পারছেন না । কারণ কেউ ফোন করে তাঁর কাছ থেকে ব্যাঙ্কের পাসবইয়ের ডিটেলস কিংবা ATM-এর OTP জানতে চায়নি । টাকা গায়েব হওয়ার পরও মোবাইলে কোনও SMS আসেনি ।