পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mob Lynching: ভরা বাজারে ব্যবসায়ীকে কোপাল দুষ্কৃতীরা, গণধোলাইয়ে মৃত্যু হামলাকারীর - উত্তর 24 পরগনার খবর

উত্তর 24 পরগনার ঠাকুরনগরে ভরা বাজারে ব্যবসায়ীর (Businessman attacked with sharp weapon) উপরে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালাল দুষ্কৃতী দল ৷ স্থানীয়দের গণধোলাইয়ে (Mob Lynching) মৃত্যু হয়েছে এক হামলাকারীর ৷

Thakurnagar ETV Bharat
ঠাকুরনগর

By

Published : Jan 4, 2023, 7:15 PM IST

Updated : Jan 4, 2023, 7:58 PM IST

গণধোলাইয়ে মৃত্যু হামলাকারীর

ঠাকুরনগর, 4 জানুয়ারি: ভরা বাজারে ব্যবসায়ী ও তাঁর ভাইকে ধারাল অস্ত্রের এলোপাথাড়ি কোপ দুষ্কৃতী দলের (Businessman attacked with sharp weapon)। স্থানীয়দের গণধোলাইয়ে (Mob Lynching) মৃত্যু হয়েছে হামলাকারীরার । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা (North 24 Parganas News) ঠাকুরনগর বাজারে ।

ফল ব্যবসায়ী মনোরঞ্জন মজুমদারের মাথা-সহ একাধিক যায়গায় কোপ লাগে । তাঁকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাই সুরঞ্জন মজুমদার । তাঁর পেটে কোপ লেগেছে । গুরুতর আহত অবস্থায় দুই ভাইকে চাঁদপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর বারাসত হাসপাতালে রেফার করা হয় । এ দিকে, গণধোলাইয়ে মৃত্যু হয়েছে হামলাকারী পার্থ সমাদ্দারের । এই ঘটনায় আরও এক হামলাকারী-সহ আটজনকে গ্রেফতার করেছে পুলিশ । বাকিদের খোঁজ চলছে ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ঠাকুরনগর রেলগেটে নিজের দোকানে ব্যবসা করছিলেন মনোরঞ্জন । অভিযোগ, সেই সময় হঠাৎই পার্থ সমদ্দার নামে এক পুরনো দুষ্কৃতী ও তাঁর দলবল ধারাল অস্ত্র নিয়ে ব্যবসায়ীর উপরে হামলা চালান । দাদাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর ভাই । এই ঘটনায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় ঠাকুরনগর বাজারে ।

পালানোর সময় হামলাকারী পার্থকে ধরে গণধোলাই দেন স্থানীয়রা । আশংকাজনক অবস্থায় তাঁকেও বারাসত হাসপাতালে রেফার করা হয় । পুলিশ সূত্রে খবর, রাতে বারাসত হাসপাতালে পার্থর মৃত্যু হয় । পরিবারের সদস্যদের দাবি, একসময় পার্থ ঠাকুরনগর রেলগেট এলাকা থেকে তোলা তুলতেন । যা নিয়ে ফল ব্যবসায়ীর সঙ্গে পুরনো বিবাদ ছিল পার্থর । সেই বিবাদের কারণেই এই হামলা বলে মনে করা হচ্ছে ।

আরও পড়ুন:উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ, তৃণমূলের প্রাক্তন উপপ্রধানকে পিটিয়ে খুনের অভিযোগ

ঠাকুরনগর বাজারের ব্যবসায়ী সমিতির সহ সম্পাদক রতন বিশ্বাস জানান, "পার্থ ও তাঁর দলবল এর আগেও এক ব্যবসায়ীর উপরে হামলা চালিয়েছিলেন । গতকাল রাতে ফের পার্থ ও তাঁর দলবল ধারাল অস্ত্র নিয়ে হামলা চালান ।" তিনি বলেন, এই ঘটনায় ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েছেন ।

হামলা চালানোর ঘটানায় তনয় ঘোষাল নামে আরও এক আক্রমণকারীকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে পুলিশ । অন্যদিকে, গণধোলাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে । বাকি অভিযুক্তদের খোঁজ চলছে । ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, পার্থর নামে অস্ত্র মামলা-সহ একাধিক অভিযোগে মামলা রয়েছে । এলাকায় বসানো হয়েছে পুলিশ পিকেট ।

Last Updated : Jan 4, 2023, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details