পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এলাকার দুঃস্থ মেয়েদের বিয়েতে দরাজ সাহায্য রাজারহাট নিউটাউনের বিধায়কের - নারায়ণপুর

তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রতিনিধি থাকা অবস্থায় নিজের ওয়ার্ডের কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে বেনারসী শাড়ি ও নগদ টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাপস চট্টোপাধ্যায় । এখন বিধায়ক হয়ে তিনি সেই কাজের পরিসর বাড়িয়ে দিলেন নিজের গোটা বিধানসভা এলাকায় ।

এলাকার দুঃস্থ মেয়েদের বিয়েতে এভাবেই সাহায্য করেন বিধায়ক
এলাকার দুঃস্থ মেয়েদের বিয়েতে এভাবেই সাহায্য করেন বিধায়ক

By

Published : Jun 4, 2021, 3:36 PM IST

নারায়ণপুর, 4 জুন : যে কোনও দুঃস্থ পরিবারের মেয়ের বিয়েতে একটি করে বেনারসী শাড়ি এবং নগদ 5000 টাকা করে উপহার দেন রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় । তিন দশকেরও বেশি সময় ধরে জনপ্রতিনিধি থাকা অবস্থায় নিজের ওয়ার্ডের কন্যাদায়গ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়ে এভাবেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাপসবাবু । এখন বিধায়ক হয়ে তিনি সেই কাজের পরিসর বাড়িয়ে দিলেন নিজের গোটা বিধানসভা এলাকায় ।


বৃহস্পতিবার তাঁর নারায়ণপুরের লালকুঠির বাড়ি থেকে তাপস চট্টোপাধ্যায় শুরু করেন তার নয়া কর্মসূচি । দক্ষিণ নারায়ণপুরের বাসিন্দা একটি দুঃস্থ পরিবারের মেয়ে রেশমা খাতুনের বিবাহের দিন ঠিক হয়ে আছে আগেই । কার্যত লকডাউনে অসহায় হয়ে পড়েছিল পরিবারটি । এই অবস্থায় রেশমার হাতে একটি বেনারসী শাড়ি এবং নগদ 5000 টাকা তুলে দেন তাপস চট্টোপাধ্যায় ।

বেনারসী ও টাকা, এলাকার দুঃস্থ মেয়েদের বিয়েতে এভাবেই সাহায্য করেন বিধায়ক

এদিন তাপসবাবু বলেন, "আগামী রবিবার চারটি মেয়ের বিয়ে । দুটি মুসলিম এবং দুটি হিন্দু পরিবারের মেয়ে । এদের প্রত্যেকের বিয়ের পদ্ধতি আলাদা হলেও প্রত্যেকের বিয়েতেই বেনারসী শাড়ি ও অর্থের দরকার । বর্তমান পরিস্থিতিতে প্রত্যেক নিম্নবিত্ত পরিবারের কাছেই মেয়ের বিয়ে দেওয়া একটা বড় ধাক্কা । আমি চেষ্টা করছি এভাবে ওই পরিবারগুলির পাশে দাঁড়াতে । এমনিতেই রাজ্য সরকারের উদ্যোগে রূপশ্রী প্রকল্পের অর্থ সাহায্য প্রত্যেক দুঃস্থ পরিবার পায় । বিধায়ক হিসেবে আমারও তো কিছু দায়িত্ব আছে । আমি সেটুকুই করার চেষ্টা করছি ।"

আরও পড়ুন :পার্ক সার্কাসের মলে শুরু ড্রাইভ ইন ভ্যাকসিনেশন

তিনি আরও বলেন, "এতদিন আমার ওয়ার্ডে এই কাজটা করতাম নিজের দায়িত্ববোধ থেকে ৷ এখন বিধায়ক হওয়ার পর সেই দায়িত্বের পরিসর বেড়ে গেল গোটা বিধানসভা এলাকায় । এটা কোনও সরকারি অর্থে নয়, নিজের ফান্ড থেকেই দেওয়া হয় । এছাড়া তাঁরা যাতে মুখ্যমন্ত্রীর রূপশ্রী প্রকল্পের টাকা পায়, তারও ব্যবস্থা করে দেওয়া হবে ।" বিধায়ক তথা বিধাননগর পুরনিগমের অন্যতম প্রশাসক তাপস চট্টোপাধ্যায়ের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার মানুষজন ।

ABOUT THE AUTHOR

...view details