পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত চিরঞ্জিতের

আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার পৃথক উত্তরবঙ্গের দাবিকে কটাক্ষ করলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ একে বিজেপির বিভাজনের রাজনীতির বহিঃপ্রকাশ বলে সমালোচনা করেছেন তিনি ৷ সেইসঙ্গে রাজ্যের প্রতি রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকারও সমালোচনা করেছেন চিরঞ্জিৎ ৷

MLA Chiranjit Chakraborty criticized MP John Barlas demand for a separate North Bengal in barasat north 24 pargana
পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের

By

Published : Jun 20, 2021, 5:57 PM IST

বারাসত, 20 জুন : বিভাজনের রাজনীতি ছাড়া বিজেপি চলতে পারে না । ওদের নীতিই হল বিভাজন করা । পৃথক উত্তরবঙ্গ রাজ্যের দাবিতে সরব হওয়া বিজেপি সাংসদ জন বারলাকে এভাবেই জবাব দিলেন বারাসতের তৃণমূল বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ তাঁর কথায়, বিজেপির নীতিতেই জন বারলা রাজ্যে বিভাজন করার চেষ্টা করছেন । রবিবার বারাসতে দলের ছাত্র সংগঠনের এক অনুষ্ঠানে হাজির ছিলেন চিরঞ্জিৎ চক্রবর্তী । সেখানেই পৃথক উত্তরবঙ্গের দাবি প্রসঙ্গে গেরুয়া শিবিরকে কটাক্ষ করেন তিনি ।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই পৃথক উত্তরবঙ্গের দাবিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে সরব হয়েছিলেন বিজেপির আলিপুরদুয়ারের সাংসদ জন বারলা ৷ এ নিয়ে গতকাল ফের একবার তিনি বলেছেন, পৃথক উত্তরবঙ্গে দাবিতে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখবেন ৷ তাঁর এই মন্তব্যের পর, ফের একবার পৃথক গোর্খাল্যান্ড ইস্যু মাথাচাড়া দিতে শুরু করেছে ৷

এই প্রসঙ্গেই আজ আলিপুরদুয়ারের সাংসদ তথা বিজেপির সমালোচনা করেন বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ তিনি বলেন, ‘‘ওরা যেটা চায়, সেটাই করতে চাইছে । আমাদের এখানে ওরা তো সবসময় বিভাজনের রাজনীতিই করে এসেছে । এখন আবার উত্তরবঙ্গে সরাসরি আলাদা রাজ্যের দাবি তুলছে । আসলে এসব ইস্যুকে আঁকড়ে ধরে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করা হচ্ছে । ভাবছে বিভাজন করে দলে কয়েকজনকে এনে ফায়দা তোলা যাবে । যা মতুয়াদের ক্ষেত্রেও ওরা করার চেষ্টা করেছিল । কিন্তু কোনও লাভ হবে না । এসব দাবি তোলার অর্থ হল রাজ্যে বিভাজন করা ৷’’

পৃথক উত্তরবঙ্গের দাবি বিজেপির বিভাজন নীতির অঙ্গ, মত তৃণমূল বিধায়ক চিরঞ্জিতের

আরও পড়ুন : জন বারলার বাংলা ভাগের প্রস্তাবে সমর্থন আছে কি, মন্তব্য এড়ালেন নিশীথ

এদিন রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকারও সমালোচনা করেন বারাসতের তৃণমূল বিধায়ক । নাম না করে তিনি বলেন, ‘‘উনি রাজ্যপাল নন তো ! পদ্মপাল । সবাই তাঁকে এই নামেই চেনেন । যেহেতু কেন্দ্রীয় সরকার বাংলার মেধা এবং সংস্কৃতির সঙ্গে পেরে উঠতে পারছে না ৷ তাই ওদের লোক হিসেবে রাজ্যপালকে নিয়োগ করে মনের জ্বালা মেটাতে চাইছে ৷’’ বাংলাভাষী মানুষের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার সবসময় চেষ্টা করছে বলে এদিন অভিযোগ করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী । আর রাজ্যপালের নিয়োগ তার ব্যতিক্রম নয় বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক ।

ABOUT THE AUTHOR

...view details