পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Habra Amit Shah Poster : ‘সন্ধান চাই’, অমিত শাহর নামে পোস্টার হাবড়ায়

অমিত শাহ এবং রাহুল সিনহা সহ বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে নিখোঁজ পোস্টার পড়ল হাবড়া পৌরসভা এলাকায় ৷ যেখানে অমিত শাহ সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে ৷

Missing Posters of Amit Shah and Rahul Sinha in Habra North 24 Pargana
‘সন্ধান চাই’, অমিত শাহ-রাহুল সিনহাদের নামে পোস্টার হাবড়ায়

By

Published : Oct 20, 2021, 8:33 PM IST

হাবড়া, 20 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নিয়ে বিজেপির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠেছিল ৷ সেই বিতর্কের 24 ঘণ্টাও কাটেনি ৷ এবার পাল্টা বিজেপির একাধিক নেতার নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল উত্তর 24 পরগনার হাবড়ায় ৷ ‘সন্ধান চাই’ বলে সেই পোস্টারে বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম রয়েছে ৷ পাশাপাশি হাবড়া বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রাহুল সিনহার নামও রয়েছে ৷ বিজেপির স্থানীয় কয়েকজন নেতার নামও সেই পোস্টারে রয়েছে ৷ পোস্টারে অমিত শাহ, রাহুল সিনহা সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ পাল্টা এই ঘটনাকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসেবে দাবি করেছে তৃণমূল ৷

সোমবারই বিজেপির সোশ্যাল মিডিয়ায় হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পৌর প্রশাসক নারায়ণ সাহা সহ শাসকদলের কয়েকজন নেতার নামে কটূক্তি করে পোস্ট করা হয় বলে অভিযোগ ৷ সেখানে কটাক্ষ করে বলা হয়, জলমগ্ন হাবড়া পৌরসভার কয়েকটি এলাকায় দেখা মিলছে না তৃণমূল নেতাদের ৷ তাঁদের ‘সন্ধান চাই’ বলেও, ব্যঙ্গ করা হয়েছিল বিজেপির সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল হাবড়া পৌরসভার ঠিক সামনে ৷ পৌরসভার পাশে একটি বেসরকারি হাসপাতালের দেওয়ালে সেই পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছে ৷

আরও পড়ুন : ISKCON Attack Protest : কীর্তনের মাধ্যমে বাংলাদেশের ইসকনে হামলার প্রতিবাদ

পোস্টারে বিজেপি নেতাদের নামে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ ৷ প্রসঙ্গত, ওই পোস্টারগুলিতে অমিত শাহের বিরুদ্ধে বাংলাদেশে দাঙ্গা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে ৷ আর সেই পোস্টার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ৷ একে বিজেপির পাল্টা হিসেবেই দেখছেন হাবড়ার মানুষ ৷ যদিও, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি শাসকদলের নেতাদের ৷ বিজেপি অবশ্য এর পিছনে শাসক শিবিরকেই দায়ী করেছে ৷ যে ঘটনায় দু’তরফে শুরু হয়েছে চাপানউতর ৷

আরও পড়ুন : Narendra Modi : দেশের লুটেরারা ছাড় পাবে না, হুঁশিয়ারি মোদির

এই বিষয়ে স্থানীয় বিজেপি নেতা বিপ্লব হালদার বলেন, ‘‘তৃণমূল নেতারা বুঝতে পারছেন, বিজেপি নেতাদের প্রয়োজন রয়েছে ৷ সেই কারণে পোস্টার সাঁটিয়ে খোঁজ করতে হচ্ছে তাঁদের ৷ শুধু ছয় জন কিংবা আট জনকে খোঁজ করার দরকার নেই ৷ মানুষের প্রয়োজনে সকলকে সঙ্গে নিয়েই আমরা পথে নামব ৷ তৃণমূল আগামীদিনে আমাদের কাজের নমুনা দেখবে ৷ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে অশালীন মন্তব্য তৃণমূলের পক্ষেই সম্ভব ৷ এটাই ওদের সংস্কৃতি ৷’’

‘সন্ধান চাই’, অমিত শাহ-রাহুল সিনহাদের নামে পোস্টার হাবড়ায়

আরও পড়ুন : Sujan Chakraborty: দুয়ারে রেশন নয়, দুয়ারে এখন বন্যা আর দুর্গতি : সুজন চক্রবর্তী

যদিও পোস্টার বিতর্কের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন হাবড়া পৌরসভার প্রশাসক ও তৃণমূল নেতা নারায়ণ সাহা ৷ তিনি বলেন, ‘‘বিধানসভা ভোটের পর থেকেই দেখা নেই বিজেপি নেতাদের ৷ সেই কারণে মানুষ তাঁদের সন্ধানে পোস্টার সাঁটিয়েছে ৷ এটা সাধারণ মানুষের ব্যাপার ৷ এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই ৷’’ ওই তৃণমূল নেতার কথায়, ‘‘মন্ত্রী হওয়ার আশায় ঢাকঢোল পিটিয়ে বিধানসভা নির্বাচনের প্রচার করেছিলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷ অনেকে তাঁর পিছনে টাকাও ঢেলেছিলেন ৷ কিন্তু, সেই আশা পূরণ না হওয়ায় ভোটের পর থেকে আর হাবড়ামুখো হননি তিনি ৷ স্বভাবতই মানুষের ক্ষোভ রয়েছে ৷ সেই কারণেই সম্ভবত বিজেপি নেতাদের বিরুদ্ধে পোস্টার পড়েছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details