হাবড়া, 20 অক্টোবর : সোশ্যাল মিডিয়ায় তৃণমূল নেতাদের নিয়ে বিজেপির বিরুদ্ধে কটূক্তির অভিযোগ উঠেছিল ৷ সেই বিতর্কের 24 ঘণ্টাও কাটেনি ৷ এবার পাল্টা বিজেপির একাধিক নেতার নামে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল উত্তর 24 পরগনার হাবড়ায় ৷ ‘সন্ধান চাই’ বলে সেই পোস্টারে বিজেপির সর্বভারতীয় নেতা তথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের নাম রয়েছে ৷ পাশাপাশি হাবড়া বিধানসভা কেন্দ্রের পরাজিত বিজেপি প্রার্থী রাহুল সিনহার নামও রয়েছে ৷ বিজেপির স্থানীয় কয়েকজন নেতার নামও সেই পোস্টারে রয়েছে ৷ পোস্টারে অমিত শাহ, রাহুল সিনহা সহ বিজেপি নেতাদের বিরুদ্ধে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ গোটা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির ৷ যদিও, অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব ৷ পাল্টা এই ঘটনাকে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ হিসেবে দাবি করেছে তৃণমূল ৷
সোমবারই বিজেপির সোশ্যাল মিডিয়ায় হাবড়ার বিধায়ক তথা বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পৌর প্রশাসক নারায়ণ সাহা সহ শাসকদলের কয়েকজন নেতার নামে কটূক্তি করে পোস্ট করা হয় বলে অভিযোগ ৷ সেখানে কটাক্ষ করে বলা হয়, জলমগ্ন হাবড়া পৌরসভার কয়েকটি এলাকায় দেখা মিলছে না তৃণমূল নেতাদের ৷ তাঁদের ‘সন্ধান চাই’ বলেও, ব্যঙ্গ করা হয়েছিল বিজেপির সোশ্যাল মিডিয়ায় ৷ সেই ঘটনার রেশ কাটতে না কাটতে মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ বিজেপির একাধিক নেতার বিরুদ্ধে ‘নিখোঁজ’ পোস্টার পড়ল হাবড়া পৌরসভার ঠিক সামনে ৷ পৌরসভার পাশে একটি বেসরকারি হাসপাতালের দেওয়ালে সেই পোস্টারে ভরিয়ে দেওয়া হয়েছে ৷
আরও পড়ুন : ISKCON Attack Protest : কীর্তনের মাধ্যমে বাংলাদেশের ইসকনে হামলার প্রতিবাদ
পোস্টারে বিজেপি নেতাদের নামে অপপ্রচার করা হয়েছে বলে অভিযোগ ৷ প্রসঙ্গত, ওই পোস্টারগুলিতে অমিত শাহের বিরুদ্ধে বাংলাদেশে দাঙ্গা ও গণহত্যার অভিযোগ আনা হয়েছে ৷ আর সেই পোস্টার ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক ৷ একে বিজেপির পাল্টা হিসেবেই দেখছেন হাবড়ার মানুষ ৷ যদিও, এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই বলেই দাবি শাসকদলের নেতাদের ৷ বিজেপি অবশ্য এর পিছনে শাসক শিবিরকেই দায়ী করেছে ৷ যে ঘটনায় দু’তরফে শুরু হয়েছে চাপানউতর ৷