কামারহাটি, 18 মে : হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হওয়ার ঘটনায় বুধবার চাঞ্চল্য ছড়াল কামারহাটির সাগরদত্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে(Missing patient)। নিখোঁজ রোগীর নাম অমর দাস । নিখোঁজ হওয়ার 6 ঘন্টা পরও হদিস মেলেনি 61 বছরের ওই রোগীর । ফলে যথেষ্ট উদ্বিগ্ন পরিবারের লোকেরা । নার্স, নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও কীভাবে তাদের চোখ এড়িয়ে হাসপাতাল থেকে রোগী নিখোঁজ হয়ে যেতে পারে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা । এনিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে সরবও হয়েছেন রোগীর পরিবার । হাসপাতালের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । যদিও এই বিষয়ে মুখ খুলতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই প্রৌঢ়ের বাড়ি খড়দার পাতুলিয়ার শান্তি পল্লীতে । দীর্ঘদিন ধরেই পায়ে সংক্রমণ নিয়ে ভুগছিলেন তিনি । তার জেরে প্রৌঢ়ের হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল । তারই চিকিৎসার জন্য মঙ্গলবার সাগরদত্ত হাসপাতালে ভর্তি হন তিনি । রাতে প্রৌঢ়ের পায়ে অস্ত্রোপচারও হয় । দেখভালের জন্য রাতের দিকে একজন আয়াও রেখে যান পরিবারের লোকেরা । পরেরদিন অর্থাৎ বুধবার সকালে রোগীকে দেখতে এসে পরিবারের লোকেরা লক্ষ্য করেন, ওয়ার্ডের ভিতর বেডে নেই প্রৌঢ় । পাশের ওয়ার্ড এবং হাসপাতালের বিভিন্ন রুমে তন্নতন্ন করে খুঁজেও সন্ধান মেলেনি তাঁর । এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের দ্বারস্থ হন পরিবারের লোকেরা । বিষয়টি জানানোর পরও হাসপাতাল কর্তৃপক্ষের কোনও ভ্রুক্ষেপ নেই । দেখছি, দেখব বলে তাঁদের শুধু আশ্বাস দিয়ে গিয়েছেন । এমনই অভিযোগ রোগীর পরিজনদের ।