পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gold Dealer Shot: স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, গ্রেফতার 1 - Gold Dealer Shot

রাতের অন্ধকারে মিনাখাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি দুষ্কৃতীদের (Gold Dealer Shot) ৷ বরাত জোরে লক্ষ্যভ্রষ্ট গুলি ৷ প্রাণে বাঁচলেন ব্যবসায়ী ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Gold Dealer Shot
স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি

By

Published : Jul 29, 2022, 10:14 PM IST

বসিরহাট, 29 জুলাই: অন্ধকারে স্বর্ণ ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি বসিরহাটে (Gold Dealer Shot) ৷ বৃহস্পতিবার সন্ধ্য়ায় ঘটনাটি ঘটেছে মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েত এলাকায় ৷ ঘটনায় ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ এলাকাবাসীর তৎপরতায় গ্রেফতার এক অভিযুক্ত ৷

জানা গিয়েছে, মিনাখাঁর কুমারজোল পঞ্চায়েত এলাকায় একটি সোনার দোকান রয়েছে স্বর্ণ ব্যবসায়ী দেবু কর্মকারের । প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সোনার দোকান বন্ধ করে কাদিহাটির বাড়িতে ফিরছিলেন । সেই সময়ে বাইকে করে দুই দুষ্কৃতী তাঁর পিছু নেয় বলে অভিযোগ । হাঠাৎ এক দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৷ তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ব্যবসায়ী আহত হননি । গুলির শব্দ এবং স্বর্ণ ব‍্যবসায়ীর চিৎকারে এলাকাবাসী বাইরে আসেন। দুষ্কৃতীরা চম্পট দেওয়ার চেষ্টা করলে তাঁদের মধ্যে একজনকে হাতেনাতে ধরে ফেলেন এলাকাবাসী ৷ উত্তেজিত জনতা অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় ৷

আরও পড়ুন: দুষ্কৃতীদের গুলিতে জখম স্বর্ণ ব্যবসায়ী

ধৃত ওই দুষ্কৃতীর কাছ থেকে ধারালো অস্ত্র-সহ একটি পিস্তল উদ্ধার হয়েছে । প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওই ব‍্যবসায়ীকে খুন করতে অস্ত্রসস্ত্র মজুত করেছিল দুষ্কৃতীরা। তবে, কী কারণে ওই ব‍্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানো হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details