বাগদা, 20 অক্টোবর : মাঠে পটল চাষ হচ্ছিল ৷ প্রায় লক্ষাধিক টাকার ফসল ছিল ৷ এক রাতেই গাছের গোড়া কেটে ফসল নষ্ট করল দুষ্কৃতীরা ৷ উত্তর 24 পরগনার বাগদা থানার গ্রাম পঞ্চায়েতের কোলা গ্রামের ঘটনা ৷ গতকাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জমির মালিক সবিতা বাইন ৷
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সবিতাদেবীর এখানে প্রায় 25 কাঠা জমি রয়েছে ৷ স্বামীর মৃত্যুর পর ওই জমিতে আত্মীয় গোলক বাইনকে ভাগে চাষ করতে দেন ৷ সেই টাকায় সংসার চালান তিনি ৷ চলতি বছর মাঠে পটলের চাষ করেছিলেন ৷ কিন্তু গতকাল সকালে গোলক বাইন মাঠে গিয়ে দেখেন পটল গাছের গোড়াগুলো কাটা অবস্থায় পড়ে আছে ৷