বেলঘরিয়া, 4 জুলাই : উত্তপ্ত হল বেলঘরিয়া ৷ চলল 5 রাউন্ড গুলি । জখম হয়েছেন দু'জন তৃণমূল কর্মী । শনিবার রাতে 22 নম্বর ওয়ার্ড তৃণমূলের কার্যালয়ের মধ্যে ঘটনাটি ঘটেছে ৷ ঘটনার পর এলাকায় পৌঁছন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra) ৷ ঘটনায় মোট 6 জনকে গ্রেফতার করেছে পুলিশ ৷ এদিন ধৃতদের ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হবে ৷ রবিবার সকালেও এলাকা থমথমে রয়েছে ৷ মোতায়েন রয়েছে পুলিশ ৷
মদন মিত্রের অভিযোগ, গতকাল রাত পৌনে দশটা নাগাদ দেশপ্রিয় নগর ওল্ড নিমতা রোডের তৃণমূলে পার্টি অফিসে দু'জন তৃণমূল কর্মী বসেছিলেন ৷ সেই সময় 5টি বাইকে করে 10-12 জন দুষ্কৃতী এলাকায় ঢোকে ৷ মানস বর্ধন নামে তিরিশ-পঁয়ত্রিশ বছরের এক তৃণমূল কর্মীকে মারতে মারতে পার্টি অফিস থেকে বের করে নিয়ে যায় দুষ্কৃতীরা ৷ অন্য তৃণমূল কর্মীকেও মারধর করা হয় ৷ বন্দুকের বাঁট দিয়ে দু'জনের মাথাতেই আঘাত করা হয় ৷ শুধু তাই নয়, 5 রাউন্ড গুলিও চালায় দুষ্কৃতীরা ৷ দুষ্কৃতীরা ওল্ড নিমতা রোড এবং নীলগঞ্জ রোড দিয়ে রথতলা দিয়ে যাওয়ার সময় রথতলা মোড়ে বোমাবাজি করে ৷ পরে স্থানীয় দুষ্কৃতী মোহাম্মদ রফিক ও তার সঙ্গীকে বোমা-সহ আটক করে পুলিশ ৷ মদন জানান, জখম দুই তৃণমূল কর্মীকে প্রথমে নিয়ে যাওয়া হয় সাগরদত্ত হাসপাতালে ৷ পরে তাঁদের ইস্টার্ন বাইপাসে একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে ৷ নবীনপল্লি ঢোকার মুখে রক্তের দাগ পাওয়া গিয়েছে ৷
ঘটনায় মদন মিত্র দুষ্কৃতী হামলার কথা বললেও দিলীপ ঘোষের (Dilip Ghosh) দাবি, এই ঘটনায় বিজেপির কোনও যোগই নেই ৷ এটা মদনের নিজের লোকেদের নিজের মধ্যের গন্ডগোল ৷