পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ব্যারাকপুরে ফের দুষ্কৃতী দৌরাত্ম্য, তোলা না পেয়ে ব্যবসায়ীকে কোপানোর অভিযোগ

Attempt to Murder to Businessman in Barrackpore: ব্যারাকপুরে তোলা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভরতি আক্রান্ত ব্যবসায়ী ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Jan 14, 2024, 10:01 PM IST

ব্যারাকপুর দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ব্যবসায়ী গৌরব রায় ৷

ব‍্যারাকপুর, 14 জানুয়ারি: ফের দুষ্কৃতী দৌরাত্ম্য ব‍্যারাকপুরে ৷ 'তোলা' না পেয়ে প্রকাশ্যে ব‍্যবসায়ীকে চপার দিয়ে কুপিয়ে পালাল আততায়ীরা ৷ রক্তাক্ত অবস্থায় গৌরব রায় নামে ওই ব‍্যবসায়ীকে স্থানীয় জগদীশচন্দ্র বসু জেনারেল হাসপাতালে ভরতি করানো হয়েছে ৷ ঘটনার জেরে রবিবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ব‍্যারাকপুরের সদর বাজার এলাকায় ৷

সূত্রের খবর, দুষ্কৃতীদের হামলায় ব‍্যবসায়ীর মাথায় এবং পায়ে গুরুতর আঘাত লেগেছে ৷ তবে জখম হলেও, তাঁর শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল বলেই জানা গিয়েছে হাসপাতাল সূত্রে ৷ খবর পেয়ে পুলিশ ঘটনার তদন্তে নামলেও এখনও অধরা দুষ্কৃতীরা ৷ তাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে ৷

ব‍্যারাকপুর ক্যান্টনমেন্ট এলাকার সদর বাজারে গৌরবের একটি ফার্নিচারের দোকান রয়েছে ৷ এছাড়াও ইদানিং তিনি প্রমোটিংয়ের ব‍্যবসা শুরু করেছিলেন ৷ এ দিন সকালে গৌরব তাঁর প্রোমোটিংয়ের কাজ দেখতে গিয়েছিলেন সদর বাজারের পাশে ৷ অভিযোগ সেই সময় এলাকার কুখ্যাত দুষ্কৃতী সোনু সাউ ও তাঁর দলবল সেখানে যায় টাকা চাইতে ৷ তা দিতে অস্বীকার করেন ওই ব‍্যবসায়ী ৷ এর পরেই শুরু হয়ে যায় দু'পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ৷

অভিযোগ, ধারাল অস্ত্র নিয়ে গৌরবের উপর ঝাঁপিয়ে পড়ে সোনুর দলবল ৷ প্রথমে ব‍্যাপক মারধর করা হয় তাঁকে ৷ পরে ধারাল অস্ত্র ও লোহার রড দিয়ে ব‍্যবসায়ীর মাথায় আঘাত করে দুষ্কৃতীরা ৷ গৌরবকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর এক বন্ধুও ৷ রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন ওই ব‍্যবসায়ী ৷ এরপর চিৎকার চেঁচামেচি শুরু হলে, বেগতিক বুঝে এলাকা থেকে চম্পট দেয় হামলাকারীরা ৷ ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে যায় এলাকায় ৷ খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ তড়িঘড়ি ব‍্যারাকপুরের জগদীশ চন্দ্র বসু জেনারেল হাসপাতালে পৌঁছায় ৷ সেখানে গিয়ে আক্রান্ত ব‍্যবসায়ীর সঙ্গে কথা বলেন তাঁরা ৷ গোটা ঘটনাটির বিবরণ নেওয়া হয় ওই ব‍্যবসায়ীর কাছ থেকে ৷

এই বিষয়ে আক্রান্ত ব‍্যবসায়ী গৌরর রায় অভিযোগ করেছেন, "গত দু-তিন দিন ধরে সোনু সাউ নামে এক দুষ্কৃতী ফোন করে অনবরত হুমকি দিচ্ছিল ৷ বলছিল টাকা দিতে হবে, নইলে প্রাণে মেরে দেবে ৷ রবিবার যখন সাইটে কাজ দেখতে ব‍্যস্ত ৷ তখন এসে ফের টাকা চাইতে শুরু করে ৷ দিতে অস্বীকার করায় সে শ্রমিকদের তাড়িয়ে দিয়ে কাজ বন্ধ করে দেয় ৷ প্রতিবাদ করলে চপার এবং লোহার রড দিয়ে মারধর করা হয় আমাকে ৷ খুনের উদ্দেশ্য নিয়েই এসেছিল সোনুর দলবল ৷ কপাল জোরে বেঁচে গিয়েছি ৷ আতঙ্কের মধ্যে রয়েছি, কখন কী হবে এই ভেবে ৷ তোলাবাজি করাই ওর কাজ ৷ তা না হলে কারণ ছাড়াই শুধু শুধু হামলা চালাতে যাবে কেন !"

নাতির আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাসপাতালের সামনে কান্নায় ভেঙে পড়েন গৌরবের দাদু উদিত কুমার রায় ৷ তাঁর কথায়, "এই এলাকায় প্রায় 30 বছর ধরে কাউন্সিলর ছিলাম আমি ৷ আগে কখনও এই ধরণের ঘটনা দেখেনি ৷ এদিন তো ও(গৌরব) কপাল জোরে বেঁচে গিয়েছে ৷" তোলা না দেওয়াতেই এই ঘটনা বলে অভিযোগ করছেন তিনিও ৷ তবে, শুধু কি তোলা দিতে অস্বীকার করাতেই এই ঘটনা ? নাকি এর পিছনে ব‍্যবসা সংক্রান্ত পুরনো কোনও শত্রুতা লুকিয়ে রয়েছে ? তা খতিয়ে দেখছে পুলিশ ৷

আরও পড়ুন:

  1. ব্যবসায়ীকে গুলি করে খুনের চেষ্টা, পরিবার বলছে ব্যবসাজনিত বিবাদের জেরে এই ঘটনা
  2. কল্যাণীতে বিজেপি কর্মীকে খুনের চেষ্টার অভিযোগ, প্রতিবাদে বিক্ষোভে সামিল শান্তনু ঠাকুর
  3. স্ত্রী'র কাছে আত্মগোপন করেও হল না শেষরক্ষা, গড়িয়ায় লিভ-ইন পার্টনারকে খুনের চেষ্টায় গ্রেফতার মূল অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details