বারাসত, 23 জুন : শিক্ষিকা, অশিক্ষক-কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অসহযোগিতার অভিযোগে বৃহস্পতিবার দিনভর স্কুল ক্যাম্পাসেই ঘেরাও হয়ে রইলেন প্রধান শিক্ষিকা । চলে বাকবিতণ্ডা, তুমুল হই হট্টগোলও । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে সন্ধ্যায় প্রধান শিক্ষিকা-কে ঘেরাও মুক্ত করতে স্কুলে ছুটে আসতে হয় পুলিশকে । শেষে তাঁদের হস্তক্ষেপে স্কুল ক্যাম্পাস থেকে বাড়ি ফিরতে সমর্থ হন তিনি । ঘটনাটি বারাসত কালীকৃষ্ণ উচ্চ বালিকা বিদ্যালয়ের । যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে পাল্টা স্কুল শিক্ষিকাদের একাংশের বিরুদ্ধেই হেনস্থার অভিযোগ এনেছেন প্রধান শিক্ষিকা মৌসুমী সেনগুপ্ত ।
এদিনের ঘটনার সূত্রপাতের পিছনে ছিল অবশ্য অন্য কারণ । মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্রীকে একাদশ শ্রেণিতে ভর্তি নিতে টালবাহানা করছিলেন ওই স্কুলের প্রধান শিক্ষিকা । এমনই অভিযোগ ছাত্রীর পরিবার থেকে শিক্ষিকাদের একাংশের । সেই অভিযোগের সঙ্গে শিক্ষিকা, অশিক্ষক-কর্মীদের পুঞ্জিভূত ক্ষোভও যুক্ত হয় তাতে । এরপরই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে সরব হন স্কুল শিক্ষিকাদের একাংশ । তাতে শামিল হন অশিক্ষক-কর্মী থেকে ছাত্রীর পরিবারও । সকলেই একযোগে বিক্ষোভ দেখাতে শুরু করেন প্রধান শিক্ষিকার স্বেচ্ছাচারিতা এবং অনিয়মের বিরুদ্ধে ।