গোবরডাঙা, 21 অক্টোবর: শৈশবেই মারা যায় মা । কিশোরী মেয়েকে রেখে মাস তিনেক আগে গত হয়েছেন বাবাও । সেই অসহায় অবস্থার সুযোগ নিয়ে 13 বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে । তাকে গ্রেফতার করেছে পুলিশ । ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে মেয়েটিকে সে ধর্ষণ করে বলে অভিযোগ । মেয়েটি দু’মাসের অন্তঃসত্ত্বা ৷
আরও পড়ুন:Child Death: তোর্সা নদীতে ভেসে যাওয়া 2 শিশুকন্যার দেহ উদ্ধার
উত্তর 24 পরগনার গোবরডাঙার ঘটনা ৷ মেয়েটির রেল ব্রিজ কলোনির বাসিন্দা ৷ বহু দিন আগে তার মা মারা গিয়েছে ৷ মাস তিনেক আগে মৃত্যু হয়েছে বাবারও ৷ তার পর দিদার কাছেই থাকছিল সে ৷ সম্প্রতি বাবার বন্ধু পরিচয় দিয়ে দীপঙ্কর মজুমদার ওরফে সাহেব নামের এক ব্যক্তি দেখা করতে আসে তার সঙ্গে ৷ ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে বার করে নিয়ে যায় ৷