গোপালনগর, 16 জানুয়ারি :কথায় আছে কুসন্তান যদিও বা হয়, কুমাতা কখনও নয় ৷ কিন্তু এই কথাটা বর্তমানে কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন থেকেই যায় ৷ উত্তর 24 পরগনার বনগাঁর গোপালনগর থানা এলাকার এক ঘটনা তুলছে সেই প্রশ্ন (Gopalnagar Minor Girl Raped) ৷
দীর্ঘদিন ধরেই পড়াতে এসে নাবালিকা মেয়েকে ধর্ষণ করে আসছে মায়ের প্রেমিক ৷ মেয়ে বারংবার অভিযোগ করলেও সেকথায় কর্ণপাত না করে মেয়েকে চুপ থাকার নির্দেশ দেয় মা ৷ বেশ কয়েকদিন এভাবে চলার পর বাধ্য হয়ে ঠাকুমার কাছে সব কথা খুলে বলে নাবালিকা ৷ এরপর ঠাকুমা চাইল্ড লাইনে পুরো বিষয়টি জানাতেই শনিবার তারা গোপালনগর থানায় নাবালিকার মা ও তার প্রেমিকের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ তার ভিত্তিতেই অভিযুক্ত মা ও তার প্রেমিক দিন ইসলাম মণ্ডলকে গ্রেফতার করে গোপালনগর থানার পুলিশ (minor girl rape news) ৷
আরও পড়ুন :minor girl raped : নাবালিকাকে ধর্ষণের দায়ে কুড়ি বছরের জেল পিসতুতো দাদা ও জামাইবাবুর
পুলিশ সূত্রে খবর, দিন ইসলামের সঙ্গে বছর পাঁচেকের প্রেমের সম্পর্ক নাবালিকার মায়ের ৷ এলাকায় এই নিয়ে কথা বন্ধ করতেই বছর দু'য়েক আগে মেয়েকে দিন ইসলামের কাছে টিউশন পড়তে দেয় মা ৷ তারপর থেকেই বাড়িতে নাবালিকাকে পড়াতে আসা শুরু করে অভিযুক্ত ৷ পড়ানোর নাম করে চলত ধর্ষণ ৷ সবটা জেনেও মেয়েকে চুপ করে থাকার নিদান দেয় মা ৷ এমনকি প্রেমিকের সঙ্গে যোগসাজশ করে মেয়েকে একাধিকবার গর্ভনিরোধক ট্যাবলেটও খাওয়াত মা ৷ এরপর নাবালিকা তার ঠাকুমাকে বিষয়টা জানাতেই তিনি চাইল্ড লাইনের দ্বারস্থ হন ৷ তারপরেই গ্রেফতার হয় দুই অভিযুক্ত ৷ রবিবার ধৃত দু'জনকে বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ ।
আরও পড়ুন :minor-girl-rape : ভাটপাড়ায় নাবালিকা ধর্ষণে গৃহশিক্ষিকার স্বামী গ্রেফতার