নিউটাউন, 20 অগস্ট: নাবালিকা রোগীর মৃত্যু ঘিরে উত্তপ্ত নিউটাউনের প্রমোদগড় এলাকা ৷ মৃতের নাম স্বর্ণালী মণ্ডল (18) ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে নিউটাউনে (Minor Girl Died in New Town) ৷ এরপরেই উত্তেজিত জনতা ভাঙচুর চালায় অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে ৷
মৃতের পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন ওই নাবালিকা ৷ বৃহস্পতিবার পরিবারের লোকজন ওষুধ দিয়ে জ্বর কমানোর চেষ্টা করেন ৷ কোনও ফল না হওয়ায়, শুক্রবার সকালে তাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় ৷ চিকিৎসা চলাকালীন ওই রোগীর অবস্থার আরও অবনতি হতে থাকে ৷ পরিবারের অভিযোগ, চিকিৎসক একটি ইঞ্জেকশন দেওয়ার পরেই ওই নাবালিকা শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে আরজিকর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷
Patient Died রোগী মত্যু ঘিরে উত্তপ্ত নিউটাউন, ভাঙচুর চিকিৎসকের চেম্বার
নাবালিকার মৃত্যুতে চাঞ্চল্য নিউটাউনে ৷ অভিযোগ, ভুল চিকিৎসায় কারণে মৃত্যু হয়েছে ওই নাবালিকার (Minor Girl Died in New Town) ৷ এরপরেই অভিযুক্ত চিকিৎসকের চেম্বারে ভাঙচুর চালায় উত্তেজিত এলাকাবাসী ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ৷
আরও পড়ুন: রোগী মৃত্যুতে ভাঙচুর শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল
এরপরই স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে ওঠেন। উত্তেজিত জনতা ওই অভিযুক্ত ডাক্তারকে মারধর করেন ৷ তাঁর চেম্বারটি ভাঙচুর করে । নিউটাউন থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে এবং ওই চিকিৎসককে আটক করা হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় নিউটাউন প্রমোদগড় এলাকায়। মৃতের পরিবারের দাবি স্থানীয় ওই চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে তাঁদের মেয়ের। মৃতের পরিবার অভিযুক্ত চিকিৎসকের কঠোর শাস্তির দাবি করেছে।