পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাষ্ট্রপতি শাসনের দাবি প্রসঙ্গে সায়ন্তন বসুকে জবাব খাদ্যমন্ত্রী রথীন ঘোষের - WEST BENGAL

বাংলার মানুষের রায় বিজেপি মেনে নিতে পারছে না । তাই অন্য উপায়ে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে । বিজেপিকে বলব, বাংলার রায় মেনে নেওয়ার জন্য । বিজেপি নেতা সায়ন্তন বসুর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ।

Rathin Ghosh
রাষ্ট্রপতি শাসনের দাবি প্রসঙ্গে সায়ন্তন বসুকে জবাব দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ‌

By

Published : Jun 20, 2021, 5:14 PM IST

বারাসত, 20 জুন: বাংলার মানুষের রায় বিজেপি মেনে নিতে পারছে না । তাই অন্য উপায়ে বাংলায় ক্ষমতা দখলের চেষ্টা হচ্ছে । বিজেপিকে বলব, বাংলার রায় মেনে নেওয়ার জন্য । বিজেপি নেতা সায়ন্তন বসুর বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবি প্রসঙ্গে এমনই মন্তব্য করলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । শনিবার জলপাইগুড়িতে দলীয় এক কর্মসূচিতে যোগ দেওয়ার পর রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন,"রাজ্যে প্রতিদিন হিংসা বাড়ছে । কেন্দ্র এই পরিস্থিতিতে চুপ করে বসে থাকতে পারে না । রাজ্যে রাষ্ট্রপতি শাসনের পরিস্থিতি তৈরি হয়েছে ।"

সায়ন্তন বসুর এই দাবিরই পাল্টা রবিবার জবাব দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । রবিবার বারাসতে উত্তর 24 জেলা তৃণমূল ছাত্র পরিষদ আয়োজিত এক রক্তদান শিবিরে যোগ দেন মন্ত্রী রথীন ঘোষ । তারই ফাঁকে সায়ন্তন বসুর দাবি নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে । সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তরে সায়ন্তন বসুকে কটাক্ষ করে খাদ্যমন্ত্রী বলেন, "সায়ন্তন বসু তো আর রাষ্ট্রপতি নন । এর বিরুদ্ধে বাংলার মানুষ আগেও লড়াই করেছে । আগামীদিনেও লড়াই করবে । তাই ওদের এই দাবিকে গুরুত্ব দেওয়ার প্রশ্নই আসে না ।

রাষ্ট্রপতি শাসনের দাবি প্রসঙ্গে সায়ন্তন বসুকে জবাব দিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ‌

আরও পড়ুন: নদীতে পারাপারের সময় আচমকা জোয়ার, তলিয়ে গেলেন যুবক

এরপরই গেরুয়া শিবিরের সমালোচনা করে মন্ত্রী রথীন ঘোষ বলেন, "উত্তরবঙ্গকে পৃথক করার চেষ্টা চলছে । বিভাজনের রাজনীতি করছে বিজেপি । রাজ্যে অস্থিরতা তৈরি করার চেষ্টা হচ্ছে । বিজেপি কিছুতেই বাংলার মানুষের রায় মেনে নিতে পারছে না । মানুষের বিপুল ম্যানডেট স্বীকার করতে চাইছে না । মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পরাস্ত হওয়ার পরেও ওদের শিক্ষা নেই । তাই, বিভিন্ন উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করছে বিজেপি ।" এদিন বিজেপিকে বাংলার মানুষের ম্যানডেট মেনে নেওয়ার উপদেশও দেন খাদ্যমন্ত্রী । বাংলায় রাষ্ট্রপতি শাসন জারির দাবির পিছনে বিজেপির ক্ষমতা দখলের অভিসন্ধি রয়েছে বলে অভিযোগ করেন খাদ্যমন্ত্রী ।

ABOUT THE AUTHOR

...view details