নাম না-করে শুভেন্দুকে মানসিক রোগী বলে কটাক্ষ সেচমন্ত্রীর বারাসত, 11 ডিসেম্বর:নাম না-করে এবার শুভেন্দু অধিকারীকে মানসিক রোগী বলে কটাক্ষ করলেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partho Bhowmick slams Suvendu Adhikari)। সম্প্রতি টাকার বিনিময়ে টেটের প্রশ্ন ফাঁসের অভিযোগ করে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । সেই পরিপ্রেক্ষিতে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "যে এই ধরনের অভিযোগ করতে পারে সে মানসিকভাবে অসুস্থ । তাঁর চিকিৎসার প্রয়োজন। আবারও বলছি, উনি সুস্থ নন। মানসিক রোগী।"
রবিবার উত্তর 24 পরগনার বারাসতের রবীন্দ্র ভবনে তৃণমূল কাউন্সিলর দেবব্রত পালের উদ্যোগে এক নাট্য উৎসবে যোগ দিতে এসেছিলেন রাজ্যের সেচমন্ত্রী। সেখানেই নাম না-করে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেন তিনি । সেইসঙ্গে শিক্ষামন্ত্রী সুরেই সেচমন্ত্রী জানালেন, বানচালের আশঙ্কা উড়িয়ে প্রাথমিক টেট সুষ্ঠুভাবেই সম্পন্ন হয়েছে।
আরও পড়ুন: মানুষ, অস্ত্র, মাদক পাচারের রুটেই বন্যপ্রাণের চোরাচালান, দাবি রিপোর্টে
এই প্রসঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "বিরোধীরা চাইছিল না রাজ্যের বেকার শিক্ষিত যুবক-যুবতীরা টেট পরীক্ষার মাধ্যমে চাকরির সুযোগ পান! তারা যে কোনও অবস্থায় টেট পরীক্ষা বানচালের চেষ্টা করছিল । সেই জায়গায় শিক্ষামন্ত্রীর উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক । কিন্তু তা সত্ত্বেও আমাদের সরকার আত্মবিশ্বাস ছিল, যত চক্রান্তই আসুক সেই চক্রান্ত ব্যর্থ করব। বিরোধীদের সেই চক্রান্ত ব্যর্থ হয়েছে ৷ টেট পরীক্ষা আমরা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পেরেছি ।"
অন্যদিকে কামারহাটিতে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তৃণমূল নেতার আক্রান্ত হওয়ার ঘটনাকে বিচ্ছিন্ন বলে দাবি করেছেন সেচমন্ত্রী পার্থ ভৌমিক। তাঁর কথায়, "দু-একটা বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বিচার করা যায় না। দলের পুরোপুরি নিয়ন্ত্রণ রয়েছে পার্টির মধ্যে।"