ব্যারাকপুর, 1 নভেম্বর: টিটাগড়ের দুই কাউন্সিলরের অনুগামীদের মধ্যে সংঘর্ষে দলীয় কর্মীর মৃত্যুর ঘটনায় বৈঠক ডেকে কড়া বার্তা দিল তৃণমূল।মন্ত্রী পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী এবং বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী ছাড়াও বুধবারের বৈঠকে হাজির ছিলেন টিটাগড় পৌরসভার চেয়ারম্যান কমলেশ সাউ ও দুই বিবাদমান কাউন্সিলর 15 নম্বর ওয়ার্ডের সোনু সাউ ও 22 নম্বর ওয়ার্ডের বিকাশ সিং। এই ধরনের ঘটনা দল বরদাস্ত করবে না বলেও জানিয়ে বৈঠক শেষে দলের দুই কাউন্সিলরকে সতর্ক করলেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক। এর আগে দুই তৃণমূল কাউন্সিলরকে প্রকাশ্যে ধমক দেন খড়দা থানার আইসি রাজকুমার সরকার।
বৈঠক শেষে সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, "একটা ছেলে মারা গিয়েছে, এর থেকে দুঃখজনক আর কিছু হয় না। পুলিশকে আমরা অনুরোধ করেছি, স্বাধীনভাবে তদন্ত করে যারা দোষী তাদের গ্রেফতার করতে। আমরা চাই, যারা দোষী তারা গ্রেফতার হোক। দুই কাউন্সিলরকে ডেকে যা বলার বলে দেওয়া হয়েছে। দল এগুলো বরদাস্ত করবে না। অতএব তাঁরা যেন সংযত থাকেন, নিজেদের শুধরে নেন। সংশোধন না হলে দল চরম ব্যবস্থা নেবে।"
ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, "সবাইকে সংযত থাকতে হবে। দলের প্রতি নিষ্ঠা হতে হবে। দলের সম্মানের কথা ভাবতে হবে।ছোটখাটো যে কোনও ঘটনা দলকে বিব্রত করতে পারে। তাতে বিরোধীরা বলার সুযোগ পেয়ে যাবে। আমি একসময় প্রতিশ্রুতি দিয়েছিলাম, টিটাগড়কে সমাজ বিরোধী মুক্ত করব। সেখানে যদি নিজেদের লোকেরাই মারামারি করে সেটাই সবচেয়ে খারাপ! এদিন দুই কাউন্সিলরকে ডেকে সতর্ক করা হল।এরপর কড়া ব্যবস্থা নেওয়া হবে ৷"