পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বসিরহাটে বজ্রাঘাতে নিহতের বাড়িতে গিয়ে আর্থিক সাহায্য রাজ্যের দুই মন্ত্রীর - Bratya Basu

বুধবার বসিরহাটে বজ্রাঘাতে নিহত রিয়াজউদ্দিন মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) এবং বাত্য বসু (Bratya Basu) ৷ এদিন রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের তরফে আর্থিক সাহায্য তুলে দেওয়া হল মৃতের পরিবারের হাতে ৷ দেওয়া হয় পাশে থাকার আশ্বাসও ৷

বসিরহাটে বজ্রাঘাতে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য
বসিরহাটে বজ্রাঘাতে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য

By

Published : Jun 9, 2021, 7:19 PM IST

বসিরহাট, 9 জুন : বজ্রাঘাতে নিহত রিয়াজউদ্দিন মণ্ডলের পরিবারের সঙ্গে দেখা করে আর্থিক সাহায্য তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী । বুধবার বসিরহাটের চৈতা পঞ্চায়েতের সাদিকনগর গ্রামে মৃতের বাড়িতে আসেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriyo Mullick) ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। নিহতের পরিবারের সঙ্গে দেখা করে সমবেদনা জানান দু'জনেই । এরপর সরকার এবং দলের তরফ থেকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় ওই পরিবারের হাতে । এদিন দুই মন্ত্রীর সঙ্গে ছিলেন তৃণমূলের স্থানীয় বিধায়ক রফিকুল ইসলাম, প্রাক্তন বিধায়ক এটিএম আবদুল্লা ও প্রশাসনিক আধিকারিকরা । পরিবারের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রীদ্বয় ।

বজ্রপাতে গত কয়েক দিনে রাজ্যে নয় নয় করে 33 জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে বসিরহাটের রিয়াজউদ্দিনও রয়েছেন । গত 7 জুন বিকেলে বাড়ির পাশে মাছ ধরার জাল বুনছিলেন বছর পঞ্চাশের রিয়াজউদ্দিন মণ্ডল‌ । সেই সময় হঠাৎই বজ্রাঘাতে লুটিয়ে পড়েন তিনি । পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন ৷ পেশায় মৎস্যজীবী রিয়াজউদ্দিনের পরিবারে স্ত্রী ছাড়াও ছেলে-বউমা রয়েছে । মূলত তাঁর উপার্জনেই চারজনের সংসার চলত ৷ ফলে ওই মৎস্যজীবীর মৃত্যুতে অথৈ জলে পড়েছে পরিবার ।

বুধবার বসিরহাটে বজ্রাঘাতে মৃতদের পরিবারের হাতে সাহায্য তুলে দিলেন রাজ্যের দুই মন্ত্রী ।

এই পরিস্থিতিতে অসহায় পরিবারের পাশে দাঁড়াল রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেস । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন দুপুরে নিহতের বাড়িতে যান রাজ্যের দুই মন্ত্রী । সরকারের তরফ থেকে 2 লক্ষ টাকার চেক ও দলীয়ভাবে আর্থিক সাহায্য তুলে দেওয়া হয় পরিবারের হাতে । পরিবারকে সহমর্মিতা জানানোর পাশাপাশি সব রকমভাবে পাশে থাকার আশ্বাস দেন জ্যোতিপ্রিয় মল্লিক ও ব্রাত্য বসু ।

বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, "বিপদের সময় মানুষের পাশে থাকাই আমাদের কর্তব্য । আমাদের নেত্রী বারবার সেটাই শিখিয়েছেন । মমতা বন্দ্যোপাধ্যায় বিপদের সময় বারবার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন । আর তা করেছেন রাজনীতির ঊর্ধ্বে উঠে । অসহায় এই পরিবারের পাশে আমরা সবসময় রয়েছি ৷"

মন্ত্রী ব্রাত্য বসু বলেন, "বজ্রাঘাতে মৃত্যু হলে এর আগে এভাবে কোনও সরকারকে পাশে দাঁড়াতে দেখেনি । আর্থিক সাহায্যও করা হয়নি । এটাই বিগত সরকার ও বর্তমান সরকারের মধ্যে পার্থক্য । মুখ্যমন্ত্রী সেটা বারবার প্রমাণ করেছেন । আমরা সবসময় রয়েছি অসহায় এই পরিবারের পাশে ৷"

বিপদের সময় সরকার এবং তৃণমূল পাশে এসে দাঁড়ানোয় খুশি নিহতের পরিবার । তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি সদস্যরা ৷

বজ্রাঘাতে নিহত পরিবারের পাশে দাঁড়াতে ইতিমধ্যে রাজ্য সরকারের তরফে দু'লাখ টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে । কেন্দ্রীয় সরকারও প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে 2 লক্ষ টাকার সাহায্যের কথা ঘোষণা করেছে । টুইট করে নিহতের পরিবারকে সমবেদনা জানিয়ে শোক প্রকাশও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ।

আরও পড়ুন : Abhishek Banerjee : মুর্শিদাবাদে বজ্রাঘাতে মৃতের পরিবারের পাশে অভিষেক

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details