বারাসত, 25 জানুয়ারি:"মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাংলায় ক্ষমতায় থাকবেন, ততদিন পৃথিবীর কোনও শক্তি এই রাজ্যকে ভাগ করতে পারবে না", বললেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি তুলেছে বেশ কয়েকটি রাজনৈতিক দল ৷ মঙ্গলবার উত্তর 24 পরগনার বারাসতে যাত্রা উৎসবের উদ্বোধন করেন অরূপ (Minister Aroop Biswas confident over Bengal Divide not possible) । সেখান থেকে বেরনোর সময় সাংবাদিকদের এই কথা বলেন তিনি ৷ এদিকে, যাত্রা উৎসব নিয়ে তিনি একটি টুইটও করেন মন্ত্রী । তাতে লেখেন,"পশ্চিমবঙ্গ যাত্রা অ্যাকাডেমির চেয়ারম্যান হিসেবে বারাসতের কাছারি ময়দানে আজ আমি 27 তম যাত্রা উৎসবের উদ্বোধন করলাম ৷ অন্য মাননীয় মন্ত্রীরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৷"
বিরোধী গেরুয়া শিবিরকে কটাক্ষ করে মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন, "যাঁদের সঙ্গে কোনও মানুষ নেই, তাঁরা পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছেন ৷ পাহাড়ের মানুষই রুখে দাঁড়াবে ৷ তাঁরা (পাহাড়ের মানুষ) শান্তি চান, উন্নয়ন চান ৷ সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাঁরা পাশে চান ৷" পাহাড়ে ফের পৃথক গোর্খাল্যান্ডের (Gorkhaland) দাবিকে এভাবেই নস্যাৎ করে দিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ৷ টালিগঞ্জের তৃণমূল বিধায়ক আরও জানান, যে কোনও রাজনৈতিক দলের আন্দোলন করার অধিকার রয়েছে । তবে এটুকু বলতে পারি আগেও বিভিন্ন সংগঠন নানাভাবে প্রচার করেছে । কিন্তু তাতে কোনও লাভ হয়নি ৷ তিনি আরও বলেন, "বাংলা মমতাময় ৷ বিজেপি অদূর ভবিষ্যতে কোনও দিন বাংলায় ক্ষমতায় আসবে বলে মনে হয় না ৷ আর যদি বা আসে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, তা 500 বছরেও করে উঠতে পারবে না ৷"