দেগঙ্গা, 2 ডিসেম্বর: স্কুলের শিক্ষকের বিরুদ্ধেই উঠেছে মিড মিড ডে মিলের চাল চুরির অভিযোগ । হাতেনাতে ধরার পর স্কুলের শৌচাগারে তালাবন্দি করে রেখে মারধরের অভিযোগও উঠেছে গ্রামবাসীদের একাংশের বিরুদ্ধে । যা ঘিরে শনিবার তীব্র উত্তেজনা ছড়ায় দেগঙ্গার চৌরাশি গ্রাম পঞ্চায়েতের রাজুকবেড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ।
অভিযোগ, ওই শিক্ষক মিড-ডে মিলের চাল চুরি করে মজুত করেছিলেন ওই বিদ্যালয়ের শৌচাগারে । এই দৃশ্য দেখার পরই গ্রামবাসীরা একজোট হয়ে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার দে এবং পার্শ্ব-শিক্ষক চৈতন্য পালকে আটকে রাখেন সেখানে। চলে মারধরও । তাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। উত্তেজনার খবর পেয়েই পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দীর্ঘদিন ধরেই যে রাজুকবেড় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মিড ডে মিলে গরমিল চলছে তা একপ্রকার আঁচ করতে পেরেছিলেন গ্রামবাসীরা।শনিবার হাতেনাতে ধরার পরই উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের শৌচাগারে ঢুকতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় গ্রামবাসীদের । লক্ষ্য করেন, শৌচাগারের ভিতরে থরে থরে সাজানো ড্রাম। আর তার ভিতরেই রয়েছে মিড ডে মিলের চাল। তাতেই পর্দাফাঁস হয় শিক্ষকদের।মিড ডে মিলের চাল চুরি করে শৌচাগারের মধ্যে রেখে দিয়ে হাতেনাতে ধরা পড়ে যান শিক্ষকরা। শিক্ষকদের ধরে তালা দিয়ে সেখানেই আটকে রাখেন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে তাঁদের। অভিযুক্ত শিক্ষকদের বদলি করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবিতে সরব হয়েছেন গ্রামবাসীরা ।
এদিকে, চুরির ঘটনা প্রকাশ্যে আসতেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সমীর কুমার দে এবং পার্শ্ব শিক্ষক চৈতন্য পাল একে অপরের ঘাড়ে দায় ঠেলেছে ।টিআইসি যেখানে চুরির দায় অস্বীকার করে বিগত প্রধান শিক্ষকের উপর সমস্ত দায় চাপিয়ে নিজেকে আড়াল করার চেষ্টা করেছেন । সেখানে পার্শ্ব শিক্ষক আবার তাঁর সই জাল করে মিড ডে মিলের চাল চুরি করে বিক্রির অভিযোগ এনেছেন । তবে আসলে ঠিক কী ঘটেছে তা জানতে স্থানীয় প্রশাসনের তরফে তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে ।
আরও পড়ুন:
- মিড-ডে মিল খেয়ে অসুস্থ অন্তত 60 ছাত্রছাত্রী, প্রতিবাদে অভিভাবকরা
- পুজোর মরশুমে মিড ডে মিলের পাতে ইলিশ-চিংড়ি, মুখে হাসি পড়ুয়াদের
- মা-হারা তিন বছরের শিশুর খাবারে বিষ মিশিয়ে হত্যা পিসতুতো বউদির !