আমডাঙা, 14 জানুয়ারি : ছেলেকে মোটরবাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু আমডাঙার হামিদপুর বাজার এলাকায় পৌঁছানো মাত্র দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হয় ইছা হক মণ্ডল৷ তবে ছেলের আঘাত লাগেনি ৷ উত্তর 24 পরগনার আমডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামের বাসিন্দা ইছা ৷ জখম অবস্থায় প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার আর জি কর হাসপাতালে ।
ইছার ছেলের নাম বাকিবুল ইসলাম । তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে গ্রুপ D পদে চাকরি করেন । সোমবার রাতে ছেলেকে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ইছা হক । সেই সময় আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় ইছার ডান কানের পাশে গুলি লাগে । পাশাপাশি বোমের আঘাতে জখম হয়েছে বুক ও পেটের একাংশ । ইছার আত্মীয় নুরুল হোসেন অভিযোগ, "দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে । পরে গুলি চালায় । ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে । তিনটি দাঁত ভেঙে গেছে । দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে ।"