পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমডাঙায় বোমার আঘাতে জখম ব্যক্তি, সম্পত্তি দখলের জেরে বোমাবাজি দাবি বিধায়কের - গুলি-বোমাবাজি আমডাঙায়

আমডাঙায় দুষ্কৃতীদের ছোড়া বোমা-গুলিতে জখম ব্যক্তি ৷ ডান কানের পাশে গুলি লাগে । বোমের আঘাতে জখম হয়েছে বুক ও পেটের একাংশ । জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা । দাবি বিধায়কের ৷

Gun shot at Amdanga
আহত ব্যক্তি

By

Published : Jan 14, 2020, 8:57 PM IST

আমডাঙা, 14 জানুয়ারি : ছেলেকে মোটরবাইকের পেছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ৷ কিন্তু আমডাঙার হামিদপুর বাজার এলাকায় পৌঁছানো মাত্র দুষ্কৃতীরা তাঁদের লক্ষ্য করে বোমা ছোড়ে ৷ গুলিও চালানো হয় বলে অভিযোগ ৷ ঘটনায় জখম হয় ইছা হক মণ্ডল৷ তবে ছেলের আঘাত লাগেনি ৷ উত্তর 24 পরগনার আমডাঙার চণ্ডীগর পঞ্চায়েতের শশীপুর গ্রামের বাসিন্দা ইছা ৷ জখম অবস্থায় প্রথমে আমডাঙা গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয় তাঁকে । পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার আর জি কর হাসপাতালে ।

ইছার ছেলের নাম বাকিবুল ইসলাম । তিনি দক্ষিণ ২৪ পরগনার জেলা পরিষদের অফিসে গ্রুপ D পদে চাকরি করেন । সোমবার রাতে ছেলেকে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ইছা হক । সেই সময় আক্রমণ করে দুষ্কৃতীরা ৷ ঘটনায় ইছার ডান কানের পাশে গুলি লাগে । পাশাপাশি বোমের আঘাতে জখম হয়েছে বুক ও পেটের একাংশ । ইছার আত্মীয় নুরুল হোসেন অভিযোগ, "দুষ্কৃতীরা প্রথমে বোমাবাজি করে । পরে গুলি চালায় । ইছার গালে ও বুকে পেটে ক্ষত হয়েছে । তিনটি দাঁত ভেঙে গেছে । দুষ্কৃতীরা ইছাকে খুন করার জন্য গুলি চালিয়েছে ।"

বোমার শব্দে বাড়ি থেকে বেরিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা ৷ স্থানীয় বাসিন্দা রেবেকা বিবি বলেন, "গুলি ও বোমার শব্দ শুনে বাড়ি থেকে বেরিয়ে দেখি, একজন রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে আছেন । এইভাবে বোমা-গুলি চলায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।"

আমডাঙার বিধায়ক রফিকুর রহমানের দাবি, "জমি সংক্রান্ত বিবাদের জেরে এই ঘটনা । জমি নিয়ে ইছা হক মণ্ডলের সঙ্গে বিবাদ চলছিল শরিকদের । এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই । পুলিশকে বলেছি, দ্রুত ব্যবস্থা নিতে ।"

ABOUT THE AUTHOR

...view details