বনগাঁ, 21 এপ্রিল: "পুলিশ যতই চেষ্টা করুক সরকারকে আড়াল করার কিন্তু এ যাত্রায় পুলিশও পার পাবে না আর ওঁর মালকিনও পার পাবে না।" নাম না করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে এভাবেই হুঁশিয়ারি দিলেন সিপিএম নেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায়। গত 11 তারিখে বারাসতে উত্তর 24 পরগনা জেলা পরিষদ ঘেরাও কর্মসূচিতে গ্রেফতার হন গাইঘাটার 6 বাম ছাত্র নেতা। বৃহস্পতিবার সেই সকল নেতা কর্মীদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে যান মিনাক্ষী। সেখানেই তীব্র ভাষায় শাসক সরকার ও পুলিশকে তীব্র আক্রমণ করেন। পুলিশকে লক্ষ্য করে মিনাক্ষী বলেন, "উর্দিটা গায়ের থেকে নেমে গেলে কেউ রেয়াদ করবে না"
বৃহস্পতিবার বিকেলে মিনাক্ষী দলীয় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে গাইঘাটার চাঁদপাড়া বিএম পল্লীতে পার্থ সাহার বাড়িতে যান। কথা বলেন তাঁর অসুস্থ মায়ের সঙ্গে। ছেলে কখন বাড়ি আসবে জানতে চান পার্থর মা। উত্তরে মিনাক্ষী তাঁকে আশ্বস্ত করেন । জানান, দ্রুত বাড়িতে ফিরে আসবে পার্থ। পরে মিনাক্ষী চাঁদপাড়ায় কুনাল মজুমদারের বাড়িতে গিয়ে তাঁর মা ও স্ত্রীর সঙ্গে কথা বলেন । পরিবারে পাশে থাকার আশ্বাসও দেন। আরও পরে যান ময়ূখ মণ্ডলের বাড়ি। সেখানে এসএফআই আয়োজিত একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না-করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও পুলিশকে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। বলেন, "জেলা পরিষদ চুরি করেছে, দলীয় পতাকা নিয়ে সেটা বলতে গিয়েছিল আমাদের ছেলেরা। পুলিশ তাঁদেরই চোর বলে গ্রেফতার করেছে । এখন বলছে পঞ্চাশ বছরের বৃদ্ধ কনস্টেবলের তাঁরা শ্লীলতাহানি করতে গেছেন বলে অভিযোগ করেছেন।"