বারাসত, 9 মে : আনিসকাণ্ডে বিচার ব্যবস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হলেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় (Minakshi Mukherjee) ৷ রবিবার রাতে বারাসতে ডিওয়াইএফআই উত্তর 24 পরগনা জেলা কমিটির উদ্যোগে আয়োজিত এক সভায় যোগ দেন তিনি । সেই সভাতে আনিসকাণ্ডে আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে মীনাক্ষী বলেন, "আনিসের বাবা বারবার বলছেন সিটের তদন্তের ওপর তাঁর কোনও ভরসা নেই । ছেলের খুনের সঠিক বিচার দিতে পারেন একমাত্র সিবিআই তদন্তে । একথা আদালতে বলার পর আদালত ক্ষমা চাইতে বলছে আনিসের বাবাকে ৷"
এই প্রসঙ্গে উদাহরণ দিতে গিয়ে এদিন নাম না-করে অনুব্রত মণ্ডলের সিবিআই হাজিরা এড়ানোর প্রসঙ্গও উত্থাপন করেন সিপিএম নেত্রী । তাঁর কথায়, "যে আদালত আনিসের বাবাকে ক্ষমা চাইতে বলছে । সেই আদালতই আবার কয়লা, গরু, বালি পাচারে যুক্ত এক তৃণমূল নেতাকে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দিয়েছে ৷ কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে ভর্তি হয়ে যাচ্ছেন এসএসকেএমের উডবার্ন ওয়ার্ডে । এতেই বোঝা যায় কতটা অসহায় বিচার ব্যবস্থা ।" এর মধ্য দিয়েই বিচার ব্যবস্থাকে একপ্রকার সক্রিয় হওয়ার আবেদন জানিয়েছেন তিনি । এসএসসি-সহ একাধিক ইস্যুতে এদিন তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন সিপিএম নেত্রী । মীনাক্ষী বলেন, "চাকরি প্রার্থীরা পরীক্ষা দেবেন । নিয়ম মেনে শিক্ষকের চাকরি পাবেন । এটাই তো হওয়া উচিত ! কিন্তু, সে সবের কোনও তোয়াক্কা করছে না রাজ্য সরকার । তাই, ওদের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন করা ছাড়া আর কোনও উপায় নেই।"