পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panihati Municipality By Poll : পানিহাটির 8 নং ওয়ার্ডে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা মীনাক্ষীর - তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন মীনাক্ষী দত্ত

পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড থেকে তৃণমূল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করলেন মীনাক্ষী দত্ত (Meenakshi Dutta Files Nomination as TMC Candidate in Panihati Municipality By Poll) ৷ তিনি পানিহাটির মৃত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী ৷

Panihati Municipality By Poll
Panihati Municipality By Poll

By

Published : May 27, 2022, 4:50 PM IST

পানিহাটি, 27 মে : পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হলেন মৃত কাউন্সিলর অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষী দত্ত (Meenakshi Dutta Files Nomination as TMC Candidate in Panihati Municipality By Poll) ৷ শুক্রবার ব্যারাকপুর প্রশাসনিক ভবনে মীনাক্ষী দত্ত তৃণমূলের হয়ে তাঁর মনোনয়ন জমা দিয়েছেন ৷ এ দিন পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ মীনাক্ষী দত্তর প্রস্তাবক হিসাবে উপস্থিত ছিলেন ৷

প্রসঙ্গত, পানিহাটি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনুপম দত্তকে ভর সন্ধেবেলা গুলি করে হত্যা করা হয় ৷ সেই ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ ৷ আগামী 26 জুন পানিহাটির ওই ওয়ার্ডে উপনির্বাচন ৷ যেখানে মৃত কাউন্সিলরের স্ত্রীকে প্রার্থী করেছে তৃণমূল ৷ এ দিন মনোনয়ন পেশ করার পর মীনাক্ষী দত্ত জানান, ‘‘অনুপমের জায়গায় দল আমাকে প্রার্থী করেছে ৷ তার জন্য দলের কাছে আমি কৃতজ্ঞ ৷ মানুষের কাছে অনুপমের আদর্শকে তুলে ধরব ৷ সাধারণ মানুষের হয়ে কাজ করব, এই বার্তা নিয়েই ভোট প্রার্থনা করব সাধারণ মানুষের কাছে ৷

তৃণমূলের হয়ে মনোনয়ন জমা মৃত অনুপম দত্তের স্ত্রী মীনাক্ষীর

আরও পড়ুন : Anupam Dutta Murder : অনুপম দত্তের খুনিদের শাস্তির দাবিতে পথে নামলেন এলাকাবাসী

এ দিন মীনাক্ষীর মনোনয়ন পেশের সময় উপস্থিত ছিলেন, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ ৷ তিনি জানান, উপনির্বাচনেই পানিহাটির 8 নম্বর ওয়ার্ডের মানুষ অনুপম দত্তের খুনের জবাব দেবেন ৷

ABOUT THE AUTHOR

...view details