বনগাঁ, 12 এপ্রিল: সিএএ ও এনআরসি চালু করলে আন্দোলন শুরু করবে মতুয়ারা (Matua will start protest if CAA NRC implemented)। মঙ্গলবার বনগাঁয় মহকুমা মতুয়া মহাসম্মেলনে যোগদান করে একথা বললেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamata Bala Thakur on CAA NRC)।
তিনি বলেন, "মতুয়ারা সবাই নাগরিক । নতুন করে নাগরিকত্ব দেওয়ার কী আছে । আমাদের আন্দোলন আইনটা নিয়ে । নাগরিকত্বের যে আইন সেটি পরিবর্তন করে 2014 সালের 31 ডিসেম্বর পর্যন্ত যারা এ দেশে এসেছেন সকলকে নাগরিক বলে ঘোষণা করুক কেন্দ্র ।" এ বিষয়ে বিজেপির সমালোচনা করে তিনি বলেন, "বিজেপি নাগরিকত্বের প্রতিশ্রুতি দিয়ে মতুয়াদের ভুল বুঝিয়েছিল । মতুয়াদের সেই মোহভঙ্গ হয়েছে ।"
আরও পড়ুন:Narendra Modi Addresses Matua Programme : রাজনৈতিক হিংসা সমর্থনযোগ্য নয়, মতুয়া ধর্ম মহামেলাতেও পরোক্ষে রাজ্যকে কটাক্ষ প্রধানমন্ত্রীর
মমতা ঠাকুরের বক্তব্যের বিষয়ে বিজেপি নেতা দেবদাস মণ্ডল বলেছেন, "নাগরিকত্বের দাবিটা মতুয়া মহাসংঘের । তিনি তৃণমূলে আছেন বলে বিরোধিতা করছেন । আমাদের সরকার বলেছে যাঁরা ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ভারতে আসবেন তাঁরাই নাগরিকত্ব পাবেন ।" মমতা ঠাকুর তৃণমূলকে সন্তুষ্ট করার জন্য বিরোধিতা করছেন বলে অভিযোগ বিজেপি নেতার । তাঁর দাবি, "2024 সালের লোকসভা নির্বাচনে তাঁরা বুঝতে পারবেন মতুয়ারা বিজেপির সঙ্গে আছেন ।"
বনগাঁ (Bongaon news) কর্মতীর্থ ময়দানে দুই দিনের মতুয়া সম্মেলনের আয়োজন করেছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের বনগাঁ কমিটি । সেখানে যোগদান করেন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি তথা তৃণমূলের প্রাক্তন সাংসদ মমতা ঠাকুর ।
আরও পড়ুন:Uneasiness in Bengal BJP : জেলা কমিটি ঘোষণা হতেই বিজেপির পাঁচ মতুয়া বিধায়কের বিদ্রোহ
ডঙ্কা, কাঁসি, নিশান নিয়ে এদিন মতুয়া ভক্তরা বনগাঁ শহর পরিক্রমা করেন । তাঁদের সঙ্গে হাঁটেন মমতা ঠাকুর, বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ-সহ মতুয়া গোঁসাই-পাগলরা ৷