মধ্যমগ্রাম, 27 জানুয়ারি : বৃহস্পতিবার দুপুরে মধ্যমগ্রামের বাদুতে একটি বেসরকারি রংয়ের কারখানায় ভয়াবহ আগুন লাগে (fire breaks out at Madhyamgram) । কারখানায় রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন দ্রুত ছড়াতে শুরু করে, ক্রমে তা ভয়াবহ আকার নেয় । খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল ৷ ঘটনায় একজনের আহত হওয়ার খবর মিলেছে ৷
মধ্যমগ্রামে রংয়ের কারখানায় বিধ্বংসী আগুন আগুন নেভাতে প্রথমে দমকলের 3টি ইঞ্জিন আসে, পরে আরও 12টি ইঞ্জিন আনা হয় ৷ মোট 15টি ইঞ্জিনের সাহায্যে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল বাহিনী ৷
আরও পড়ুন : ডাকাতির অভিযোগে অস্ত্র-সহ ১৪ জনকে গ্রেফতার করল আরামবাগ থানার পুলিশ
জানা গিয়েছে, এদিন দুপুর সাড়ে তিনটে নাগাদ বিস্ফোরণের আওয়াজ শুনে আশেপাশের লোকজন ছুটে এসে দেখেন, ওই রংয়ের কারখানায় আগুন লেগেছে, কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকা । খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানা ও দমকলে । কারখানায় প্রচুর রাসায়নিক দ্রব্য মজুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের । আগুন লাগার সঠিক কারণ এখনও জানা সম্ভব হয়নি । তবে,শর্ট সার্কিট থেকে কোনওভাবে আগুন লেগে থাকতে পারে বলে অনুমান ৷