পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দেদার বিকোচ্ছে তেরঙ্গা মাস্ক, জাতীয় পতাকার অবমাননা হবে না তো?

কোরোনা আবহে এগিয়ে আসছে স্বাধীনতা দিবস৷ বহু জায়গাতেই দেদার হারে বিকোচ্ছে তেরঙ্গা মাস্ক ৷ আর এতেই জাতীয় পতাকার অবমাননার আশঙ্কা তৈরি হয়েছে ।

aa
পতাকার

By

Published : Aug 14, 2020, 1:58 PM IST

বারসত, 12 অগাস্ট : মাস্কের উপর জাতীয় পতাকার ত্রিবর্ণ রঙ । রয়েছে অশোক স্তম্ভও । স্বাধীনতা দিবসের আগে এরকমই বিভিন্ন রঙবেরঙের মাস্ক ছেয়ে গেছে বাজারে । বিক্রিও হচ্ছে দেদার । উত্তর 24 পরগনার বারসত, মালদা সব জায়গারই চিত্রটা এক । কোরোনা আবহে এভাবে জাতীয় পতাকার প্রতীকের যথেচ্ছ ব্যবহার নিয়েও বিতর্ক দানা বেঁধেছে । ঘটনার পর অনেকের মধ্যেই প্রশ্ন জাগতে শুরু করেছে আদৌও এতে জাতীয় পতাকার মাহাত্ম্য ও গৈরিকতা বজায় থাকবে তো? না কি জলাঞ্জলি হবে ত্রিবর্ণ রঙের? ব্যবহারের পর যত্রতত্র ফেলে দেওয়ায লুণ্ঠিত হবে জাতীয় পতাকার সম্মান? ইতিমধ্যে জাতীয় পতাকার অবয়ব ও প্রতীকের অবমাননার আশঙ্কায় সরব হয়েছে তৃণমূল-BJP । বিষয়টি নজরে আসতেই নড়েচড়ে বসেছে বারসত পৌরসভাও ।

মালদা শহরের নেতাজি মোড় এলাকার এক মাস্ক বিক্রেতা অজয় সাহা দাবি করেছেন, যাঁদের কাছে এই মাস্ক বিক্রি করছেন, তাঁদের পইপই করে বলে দিচ্ছেন, কখনও যেন তেরঙ্গার অবমাননা না হয় ৷ কেউ যাতে এই মাস্ক ব্যবহার করার পর যেখানে সেখানে না ফেলে দেন ৷ অজয়বাবু বলেন, "তেরঙ্গা মাস্ক 20 থেকে 40 টাকা দামের মধ্যে বিক্রি করছি ৷ এই মাস্কের চাহিদাও বেশ ভালো ৷ আরও আগে থেকে বিক্রি করলে ব্যবসা আরও ভালো হত৷ ব্যবহারের পর যাতে এই মাস্ক রাস্তায় ফেলে না দেয় তার জন্য বারবার অনুরোধ করছি ৷ তারপরেও যদি কেউ তা রাস্তায় ফেলে দেয় তবে আমার আর কী করার আছে ? শুধু আমি নই, শহরের অনেকেই এই মাস্ক বিক্রি করছে ৷"

অন্যদিকে বারসতের পৌরপ্রশাসক বলেন, "অনেকদিন আগেই আমার চোখে পড়েছে জাতীয় পতাকার প্রতীক ও অশোক স্তম্ভ যুক্ত মাস্ক । বিষয়টি দেখে আমার খারাপ লেগেছে । তাই দোকানদারদের নিষেধ করা হয়েছে এই ধরনের মাস্ক বিক্রি করতে ।" তাঁর মতে, "এই ধরনের মাস্ক আগেই অনেক বিক্রি হয়ে গেছে । তাই যাঁরা ব্যবহার করেছেন তাঁদের মধ্যে অনেকেই হয়তো সেই মাস্ক ব্যবহারের পর রাস্তায় ফেলেও দিতে পারেন । এতে তো জাতীয় পতাকার অবমাননাই হবে । তাই ব্যবসায়ীদের কাছে আবেদন করব জাতীয় পতাকার অবমাননা হয় এমন কোনও কাজ করবেন না ।"

অপরদিকে, বারাসত পৌরসভার তৃণমূল প্রশাসকের সুরে সুর মিলিয়ে বিষয়টি নিয়ে সরব হয়েছেন BJP-র বারাসত সাংগঠনিক জেলার সভাপতি শঙ্কর চট্টোপাধ্যায় । তিনি বলেন, "জাতীয় পতাকা আমাদের অহংকার ও সম্মানের । জাতীয় পতাকার জায়গায় জাতীয় পতাকা থাক । আর মাস্ক থাক মাস্কের জায়গায় । অনেকে এই ধরনের বেআইনি কাজ করছেন তাঁদের বলব জাতীয় পতাকার প্রতীক যুক্ত মাস্ক বিক্রি করবেন না । দলীয় নেতা কর্মীদেরও বলেছি এই ধরনের মাস্কের ব্যবহার থেকে বিরত থাকতে ।"

ABOUT THE AUTHOR

...view details