পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারাসতে আংশিক লকডাউনে নিয়ম ভেঙে খোলা বাজার, অভিযানে নামল পুলিশ

আংশিক লকডাউনের প্রথম দিন জেলার সদর শহর বারাসতে সামনে এল নিয়ম ভাঙার ছবি । কোথাও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা রইল মাছের বাজার। আবার কোথাও নিয়মের বাইরে গিয়ে দিব্যি দোকানপাট খুলে চলল বিকিকিনি ।

market open in partial lockdown in Barasat north 24 pargana
বারাসতে আংশিক লকডাউনে নিয়ম ভেঙে খোলা বাজার, অভিযানে নামল পুলিশ

By

Published : May 1, 2021, 3:57 PM IST

বারাসত, 1 মে : সরকারি নির্দেশ অমান্য করেই মাছ বাজারে চলছিল বিকিকিনি । নিয়ম অগ্রাহ্য করে ভিড়ও বাড়ছিল সেখানে । এই পরিস্থিতিতে লাঠি উঁচিয়ে ও ধমক দিয়ে মাছ বাজার বন্ধ করল পুলিশ । এমনই অসচেতনতার ছবি উঠে এসেছে উত্তর 24 পরগণার জেলা সদর বারাসতে । শুধু মাছ বাজার নয়, সবজি বাজার সহ বিভিন্ন জামাকাপড়ের দোকানও নিয়মের বাইরে গিয়ে খোলা রাখার অভিযোগ উঠেছে বিক্রেতাদের বিরুদ্ধে । সেখানেও বারাসত থানার পুলিশ অভিযান চালিয়ে বন্ধ করে দেয় দোকানপাট এবং সবজি বাজার । আংশিক লকডাউনের প্রথম দিন হওয়ায় আইনভঙ্গকারীদের এদিন শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে । তবে, এরপর আইন ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে বারাসত থানার পুলিশ ।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ । এর থেকে ব্যতিক্রম নয় পশ্চিমবঙ্গও । প্রতিদিন এই রাজ্যে গড়ে সতেরো হাজারেরও বেশি মানুষ সংক্রমিত হচ্ছেন । লম্বা হচ্ছে মৃত্যুর তালিকাও । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে শুক্রবার সন্ধ্যা থেকেই রাজ্যে আংশিক লকডাউন জারি করেছে নবান্ন । নির্দেশিকা জারি করে বলা হয়েছে, প্রতিদিন সকাল 7টা থেকে 10টা পর্যন্ত রাজ্যের সমস্ত দোকানপাট এবং বাজার খোলা থাকবে । নিয়ম বেঁধে বিকালেও দু’ঘণ্টার জন্য খোলা থাকবে বিভিন্ন দোকান ও বাজার । তবে, অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রী এবং জরুরি দোকানকে এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে । যদিও কোনও নিয়ম থেকেই ছাড় দেওয়া হয়নি জিম, সিনেমা হল, পার্ক, রেস্তোরাঁ, সুইমিং পুল, বার ও শপিংমলগুলিকে ।

বারাসতে আংশিক লকডাউনে নিয়ম ভেঙে খোলা বাজার, অভিযানে নামল পুলিশ

আর আংশিক লকডাউনের প্রথম দিন জেলার সদর শহর বারাসতে সামনে এল নিয়ম ভাঙার ছবি । কোথাও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে খোলা রইল মাছের বাজার। আবার কোথাও নিয়মের বাইরে গিয়ে দিব্যি দোকানপাট খুলে চলল বিকিকিনি । এমন অভিযোগ সামনে আসতেই কাছারি মাঠের পাশে মাছের বাজার এবং হরিতলা মোড়ের ফ্লাইওভারের নিচের বিভিন্ন দোকানপাট বন্ধ করতে তৎপর হয় পুলিশ প্রশাসন । মাছের বাজারে রীতিমতো লাঠি উঁচিয়ে ধমক দিয়ে বাজার বন্ধ করতে দেখা যায় পুলিশ কর্মীদের । একইভাবে হরিতলা মোড়ের ক্রেতা ও বিক্রেতাকে সচেতন করে দোকান বন্ধ করার নির্দেশ দেওয়া হয় পুলিশ প্রশাসনের তরফে । তবে, নরমে গরমে হলেও পুলিশের এই ভূমিকার প্রশংসা করেছে বারাসতের মানুষ ৷

আরও পড়ুন :বঙ্গে আংশিক লকডাউন জারি হতেই তৎপর জেলা প্রশাসন

এদিকে, বারাসতের পাশাপাশি হাবড়া, দেগঙ্গা, অশোকনগর এবং বসিরহাটের বিভিন্ন প্রান্তেও ধরা পড়েছে নিয়ম ভাঙার ছবি । করোনার নিয়মবিধি অমান্য করার অভিযোগে এদিন হাবড়ার বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ । নিয়মভঙ্গকারীদের উচিত শিক্ষা দিতে আগামী দিনেও পুলিশের তরফে অভিযান চলবে বলে জানা গিয়েছে । অন্যদিকে, সংক্রমণ রুখতে পুলিশ প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছে প্রশাসন ও চিকিৎসক মহলের একাংশ ।

ABOUT THE AUTHOR

...view details