পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আমফানের স্মৃতি টাটকা, যশ আসার আগেই পেড়ে নেওয়া হচ্ছে আম - North 24 Parganas mango cultivation

ঘূর্ণিঝড় যশ ধেয়ে আসার আগেই আম পেড়ে নিচ্ছেন চাষিরা ৷ সময় হয়নি, তবু ক্ষতির আশঙ্কায় পেড়ে নিতে হচ্ছে ৷ আগের বছর মে মাসেই হয়েছিল আমফান ৷ প্রবল ক্ষতির মুখে পড়তে হয়েছিল আমচাষিদের ৷ সেই স্মৃতিই তাড়া করছে উত্তর 24 পরগনার আম ব্যবসায়ীদের ৷ তাই আম পাকার আগেই তাঁরা পেড়ে নিতে শুরু করেছেন ৷ এখন চিন্তা কার্যত লকডাউনে বাজার বন্ধ থাকায় তা কম দামে হলেও বিক্রি করবেন কোথায় ৷

ক্ষতির আশঙ্কায় উত্তর 24 পরগনার আমচাষিরা
ক্ষতির আশঙ্কায় উত্তর 24 পরগনার আমচাষিরা

By

Published : May 23, 2021, 8:05 PM IST

Updated : May 23, 2021, 9:52 PM IST

দেগঙ্গা, 23 মে : মাথায় হাত উত্তর 24 পরগনার দেগঙ্গার আমচাষিদের ৷ গত বছর গিয়েছে আমফান ৷ প্রবল ক্ষতির মুখে পড়তে হয় কৃষকদের ৷ তার মধ্যে ছিলেন আমচাষিরাও ৷ এবছর আবার আসছে যশ ৷ আগের বছর বিপুল পরিমাণ ক্ষতির মুখোমুখি হতে হয়েছিল ৷ এবছরও ফের যাতে সেই পরিমাণ ক্ষতি না হয় তার জন্য ফসল পাকার আগেই ভেঙে নিতে হচ্ছে ৷ দেগঙ্গার আমবাগানগুলিতেও একই ছবি ৷ বেশিরভাগ আমই অসময়ে পেড়ে নিচ্ছেন চাষিরা ৷

আগের বছর মে মাসের এই সময়ই তছনছ করে দিয়েছিল আমফান ৷ প্রচুর ক্ষতির মুখে পড়তে হয় ৷ এবছর আবার ধেয়ে আসছে যশ ৷ তাই তড়িঘড়ি কাঁচা আমই পেড়ে নিতে শুরু করেছেন চাষিরা ৷ চাষিরা জানাচ্ছেন, দক্ষিণবঙ্গে এখনও পাকা আম পাড়ার সময় আসেনি ৷ ঘূর্ণিঝড়ের পাশাপাশি রয়েছে আবার কার্যত লকডাউন ৷ বাজারই যদি খোলা পাওয়া না যায় তাহলে তাঁরা ফসল বিক্রি কোথায় করবেন ? তাঁরা বিক্রি করতে চাইলেও কেনার লোক পাবেন না ৷

ঘূর্ণিঝড় যশের ধেয়ে আসার আগেই ক্ষতির আশঙ্কায় অসময়ে আম পেড়ে নিলেন উত্তর 24 পরগনার চাষিরা ৷

দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আমচাষি প্রসেনজিৎ চক্রবর্তী বলেন, "আমি নিজে 11 বছর ধরে এই ব্যবসা করছি ৷ আমার পরিবার কুড়ি বছর ধরে আমের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে ৷ এমন সময় কখনও আসেনি ৷ কারণ একে তো করোনার জন্য লকডাউন তারপর আবার সাইক্লোন যশ আসছে ৷ এই দুয়ের মাঝে পড়ে এই মরশুমের আমের ব্যবসায় প্রচুর ক্ষতি হয়ে যেতে পারে ৷ লকডাউনের জন্য বাজার খোলা নেই ৷ কী করব ভেবে পাচ্ছি না ৷ এখান থেকে অন্য রাজ্যে আম যেত ৷ লকডাউনের জন্য তাও হবে না ৷ আম গাছে যখন মুকুল আসে তখন থেকেই বাগানে শ্রমিক লাগাতে হয় ৷ তার একটা খরচ থাকে ৷ এখন আম পেড়ে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে না পারলে সেই খরচ উঠবে না ৷ বাজারে আমের দাম নেই কারণ কেনার লোকও নেই বললেই চলে ৷"

আরও পড়ুন : 26 মে দীঘা উপকূলে আছড়ে পড়তে পারে যশ

Last Updated : May 23, 2021, 9:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details