সল্টলেক, 12 সেপ্টেম্বর: কয়লাপাচারকাণ্ডে আর্থিক তছরূপের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাজিরার নোটিশ ইডির ৷ সেইমতোই রবিবার ঠিক রাত সাড়ে বারোটা নাগাদ ইডির দফতরে নিজের আইনজীবীকে সঙ্গে নিয়ে পৌঁছন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর(Maneka Gambhir appears to CGO Complex at midnight for ED summon) ৷ জেরা না হওয়ায় ফিরে আসেন । এরপর ইডির তরফে ফের তাঁকে আজ দুুপুরে হাজিরা দিতে বলা হয়েছে ।
বেশ কিছুক্ষণ নোটিশ হাতে বাইরে অপেক্ষা করার পর মূল ফটকের নিরাপত্তারক্ষীকে তা দেখাতেই তাঁকে ভিতরে যেতে বলা হয় ৷ কিন্তু ভিতরে গিয়ে দেখেন ইডির অফিস তালা বন্ধ ৷ সেখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর কাউকে দেখতে না পেয়ে তাঁরা ফিরে যান ৷ এই প্রসঙ্গে মেনকার আইনজীবী জানান, 12 সেপ্টেম্বর ‘টুয়েলভ থার্টি এএম’-এ মেনকাকে তলব করেছিল ইডি । সেই মতোই তাঁরা ওই সময়ে সিজিও কমপ্লেক্সে যান ।
মেনকার কথায়, "আমায় নোটিশ পাঠিয়ে রাত সাড়ে 12টায় ডাকা হয়েছিল, সেই মতো এসেছি । কিন্তু সিজিও কমপ্লেক্সে ঢোকার মূল ফটক তালাবন্ধ ছিল ৷ এরপর ইডি দফতরের মূল গেটে নিরাপত্তারক্ষীকে জানায় যে আমাদের এই সময় ডাকা হয়েছিল বলেই এসেছি ৷ এই কথা শোনার পর গেট খুলে দেন রক্ষী । তারপর কিছুটা হেঁটে ও লিফটে করে ইডির অফিসে পৌঁছে দেখি অফিস তালাবন্ধ । কিছুক্ষণ সেখানে অপেক্ষার পর কারও সাড়া না পেয়ে ফিরে আসি(Maneka Gambhir at CGO Complex)।"
এরপরই জানা যায় যে, সময়সূচিতে ভুল হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের । সেই ভুল স্বীকার করে ফের আজ বেলা সাড়ে বারোটা নাগাদ মেনকা গম্ভীরকে কয়লা পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করে ইডি ।
এই বিষয়ে ইনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা জানান, গতকাল যখন মাঝরাতে মেনকা গম্ভীর সিজিও কমপ্লেক্সে আসেন সেই সময়ে ইডির কোনও আধিকারিক সেখানে ছিলেন না । এমনকি তাঁরা জানতেও পারেননি যে মেনকা গম্ভীর এসেছেন । এরপরই নোটিশ মিলিয়ে দেখা হয় এবং সেখানেই ভুল বেরোয় ৷ সেখানে বেলা সাড়ে বারোটার জায়গায় রাত সাড়ে বারোটা লেখা হয়েছিল । যদিও ইডির তরফ থেকে দাবি করা হচ্ছে কেন মেনকা গম্ভীর নিজেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটকে মেইল করলেন না । তবে বেলা সাড়ে বারোটায় তিনি এলে তাঁর বয়ান রেকর্ড করা হবে বলে সিজিও কমপ্লেক্স সূত্রের খবর ৷
আরও পড়ুন :অভিষেকের শ্যালিকার বিদেশযাত্রায় বাধা, যুযুধান শাসক-বিরোধী