পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী - barasat court

কুমড়া পঞ্চায়েতের টুনিঘাটা মোড় থেকে একটি পাইপগান ও একরাউন্ড কার্তুজ সহ জগদীশ মণ্ডল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা । পরে আজ তাকে বারাসত আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজত ঘোষণা করেন ৷

হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী
হাবড়ায় আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুষ্কৃতী

By

Published : Jun 13, 2021, 10:30 PM IST

হাবড়া, 13 জুন : আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল হাবড়া থানার পুলিশ। ধৃতের নাম জগদীশ মণ্ডল (52)। হাবড়ার কুমড়া পঞ্চায়েত এলাকার টুনুঘাটা মোড় থেকে গ্রেফতার করা হয় ধৃতকে ৷

শনিবার গভীর রাতে হাবড়ার টুনি ঘাটা মোড় এলাকায় টহল দিচ্ছিল পুলিশ। সেখানে জগদীশকে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে পুলিশের সন্দেহ হয় । ঘোরাঘুরির কারণ জিজ্ঞাসা করলে কথায় অসঙ্গতি দেখা যায় তাঁর ৷ তখনই তাঁর তল্লাশি করা হলে পাওয়া যায় একটি পাইপগান ও একরাউন্ড কার্তুজ ৷

পুলিশ সূত্রে খবর , এর আগেও ধৃতের নামে হাবড়া থানায় একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে ৷ আজ তাকে বারাসত আদালতে তোলা হয় ৷ বিচারক তাকে 14 দিনের জেল হেফাজত ঘোষণা করেন ৷

আরও পড়ুন :বিহারে বজ্রাঘাতে মৃত পুরুলিয়ার একই পরিবারের 4, দেহ ফিরল বাড়িতে

ABOUT THE AUTHOR

...view details