নৈহাটি, 30 অক্টোবর: বোমাবাজির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠল উত্তর 24 পরগনার নৈহাটির শিবদাসপুর ৷ ঘটনায় মৃত এক, আহত দুই ৷ মৃতের নাম জাকির হোসেন (Naihati Clash) ৷ এই ঘটনার পর রবিবার সকালে অভিযুক্ত বাচ্চা ওরফে আসিবুল রহমানের বাড়ি ভাঙচুর চালায় উত্তেজিত গ্রামবাসী ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় কৃষক জাকির প্রতিদিনের মতো শনিবার সন্ধ্যায় শিবদাসপুরের কন্দপুকুর সানপুকুর মোড়ে একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন । অভিযোগ, আচমকা মাস্ক পড়া 6 জন দুষ্কৃতী দুটি বাইকে করে এসে জাকিরকে লক্ষ্য করে পরপর গুলি চালায় ৷
স্থানীয়দের কথায়, কমপক্ষে চার রাউন্ড গুলি চলে ৷ যার মধ্যে জাকিরের বুকের বাঁদিকে একটি, পেটের ডানদিকে এবং ডান হাতে গুলি লাগে । এরপর স্থানীয়রাই দুষ্কৃৃতীদের ধাওয়া করলে বোমা ছুঁড়তে ছুঁড়তে পালায় তারা । প্রায় চারটি বোমা ছোড়া হয় । তারমধ্যে তিনটি ফাটলেও একটি বোমা ফাটেনি ।
আরও পড়ুন:পঞ্চায়েত ভোটে কেউ এলাকা ছাড়বি না, আদালতে বসেই অনুগামীদের পরামর্শ কেষ্টর
বোমার তীব্রতায় যে চায়ের দোকানে জাকির বসেছিল সেটির চাল উড়ে যায় । দোকান মালিক বিন মহম্মদ মণ্ডল আবার জাকিরের ভাই বলে জানান স্থানীয়রা ৷ গুলিতে আহত হন ইউসুফ আলি নামে এক ব্যক্তিও। এমনিতেই তাঁর শরীরে কিছু দুর্বলতা আছে । দুষ্কৃীতীরা পালিয়ে যাওয়ার পর স্থানীয়রা দু'জনকে উদ্ধার করে কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে নিয়ে যায় ।