জগদ্দল, 4 ডিসেম্বর :নেশার টাকা না পেয়ে স্ত্রীকে খুন, তাও আবার 5 বছরের সন্তানের সামনেই (Man kills wife at Jagaddal) ৷ শনিবার ঘটনাটি ঘটেছে জগদ্দল থানার অন্তর্গত ইছাপুর মায়পল্লি এলাকায় ৷ জানাজানি হতেই অভিযুক্তকে গণধোলাই দেয় স্থানীয়রা ৷ তারপর তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ৷ জগদ্দল থানার পুলিশ শম্ভু মণ্ডলকে গ্রেফতার করেছে ।
অভিযোগ, এদিন সন্ধেবেলায় নেশার টাকা না পেয়ে বাড়িতে অশান্তি শুরু করে পেশায় ভ্যান চালক শম্ভু মণ্ডল ৷ এনিয়ে স্ত্রী রিনাকে শুরু করে সে ৷ গোটাটাই ঘটতে থাকে সন্তানের সামনেই ৷ অশান্তি এমন পর্যায়ে পৌঁছয় যে একটা সময় স্ত্রীর মুখে বালিশ চেপে ধরে শম্ভু ৷ তাতেই দমবন্ধ হয়ে মৃত্যু হয় রিনার ৷ তারপর গোটা ঘটনাটি আত্মহত্যার মতো করে সাজানোর পরিকল্পনা করে অভিযুক্ত ৷ স্ত্রীর মৃতদেহ ঝুলিয়ে দেয় সে ৷